বিরাট Dividend দেবে Tata-র এই সংস্থা, ১১ জুনই লাস্ট ডেট!

Tata Elxsi Dividend: টাটা এলক্সির ফেস ভ্যালু ১০ টাকা। আর তাতে ৭৫০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার অর্থ, শেয়ার প্রতি ৭৫ টাকা ডিভিডেন্ড দেবে টাটার এই সংস্থা।

বিরাট Dividend দেবে Tata-র এই সংস্থা, ১১ জুনই লাস্ট ডেট!
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

Jun 10, 2025 | 11:48 PM

চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলেই ৭৫০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছিল টাটার এই সংস্থা। অবশেষে ১১ জুন সেই ডিভিডেন্ড দিতে চলেছে টাটা এলক্সি। টাটার কোনও সংস্থার দেওয়া সর্বচ্চ ডিভিডেন্ড হতে চলেছে এই ৭৫০ শতাংশ ডিভিডেন্ড।

টাটা এলক্সির ফেস ভ্যালু ১০ টাকা। আর তাতে ৭৫০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার অর্থ, শেয়ার প্রতি ৭৫ টাকা ডিভিডেন্ড দেবে টাটার এই সংস্থা। সংস্থার ৩৬তম অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে এই ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারটায় সিলমোহর পড়তে পারে বলেই জানা গিয়েছে।

সংস্থা একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে ডিভিডেন্ডের রেকর্ড তারিখ হিসাবে তারা জুন মাসের ১১ তারিখকে ধরবে। এই মাসেরই ২৫ তারিখ ৩৬ তম এজিএম হবে টাটা এলক্সির। আর সেখানে যদি এই ডিভিডেন্ডের ব্যাপারটা কনফার্ম হয় তাহলে আগামী ৩০ জুনের মধ্যেই ডিভিডেন্ড দেবে সংস্থা।

বোম্বে স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট বলছে টাটা এলক্সির ডিভিডেন্ড ইল্ড ১.১১ শতাংশ। গত বছর অর্থাৎ ২০২৪ সালে এই সংস্থা ৭০ টাকা ডিভিডেন্ড দিয়েছিল। তার আগের বছর অর্থাৎ ২০২৩ সালে এই ডিভিডেন্ডের পরিমাণ ছিল ৬০ টাকা ৬০ পয়সা।