Tata Harrier EV: টাটার নতুন Electric SUV, চ্যালেঞ্জের মুখে Mahindra থেকে MG Windsor EV!

Tata Motors, EV: টাটার দুই এসইউভি হ্যারিয়ার এবং সাফারির ইভি ভার্সনের দাবি অনেকদিন ধরেই করছিলেন ইভি প্রেমীরা। আর অবশেষে তাঁদের সেই ইচ্ছাপূরণ করল টাটা মোটরস।

Tata Harrier EV: টাটার নতুন Electric SUV, চ্যালেঞ্জের মুখে Mahindra থেকে MG Windsor EV!

Jun 04, 2025 | 12:47 PM

ইলেকট্রিক গাড়ি যাঁরা ভালবাসেন তাঁরা বহুদিন ধরেই চাইছিলেন টাটা নতুন কোনও ইলেকট্রিক গাড়ি বাজারে নিয়ে আসুক। ইতিমধ্যেই এমজি উইন্ডসর ইভি টাটার নেক্সন ইভি ও পাঞ্চ ইভিকে টক্কর দিচ্ছে। তার উপর মাহিন্দ্রার ২টি বর্ন ইভি আরও চাপ বাড়িয়েছিল টাটার উপর। টাটার দুই এসইউভি হ্যারিয়ার এবং সাফারির ইভি ভার্সনের দাবি অনেকদিন ধরেই করছিলেন ইভি প্রেমীরা। আর অবশেষে তাঁদের সেই ইচ্ছাপূরণ করল টাটা মোটরস।

মঙ্গলবার, ৩ জুন হ্যারিয়ার ইভি লঞ্চ করল টাটা মোটরস। সংস্থার নেক্সট জেনারেশন acti.ev+ pure EV আর্কিটেকচারের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে এই গাড়িটি। বিশেষজ্ঞরা বলছেন একবার চার্জ দিলে এই গাড়িটি বাস্তবে ৪৮০ থেকে ৫০৫ কিলোমিটারের মতো চলবে।

একটি স্টেটমেন্টে সংস্থাটি জানিয়েছে ০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগ তুলতে এই গাড়িটির সময় লাগে মাত্র ৬.৩ সেকেন্ড। যা নাকি এই সেগমেন্টের মধ্যে সর্বোচ্চ। আর এর পিছনে রয়েছে এই গাড়িতে ব্যবহৃত ডুয়াল মোটর সিস্টেম যা আসলে একসঙ্গে গাড়ির ৪টি চাকাতেই পাওয়ার সাপ্লাই করে।

এক ঝলকে দেখে নেওয়া যাক কী কী রয়েছে এই টাটা হ্যারিয়ারে

  • নরমাল, গ্রাস/স্নো, মাড/গ্র্যাভেল, স্যান্ড, রক, ক্রল ও কাস্টমের মতো গাড়িটিতে ৬টি ভিন্ন ভিন্ন টেরেন মোড রয়েছে যা গাড়ি চালানোর সময় কাজে লাগবে।
  • সামনের চাকায় থাকা ১১৬ কিলোওয়াটের মোটর ১৫৮ হর্সপাওয়ার পাওয়ার সাপ্লাই করে। আর পিছনের চাকায় থাকা ১৭৫ কিলোওয়াটের মোটর ২৩৮ হর্সপাওয়ার পাওয়ার সাপ্লাই করে।
  • গাড়িটি দুটি মোটর মিলিয়ে মোট ৫০৪ নিউটনমিটার টর্ক জেনারেট করে।
  • ৬৫ কিলোওয়াট আওয়ার ও ৭৫ কিলোওয়াট আওয়ারের দুটী ব্যাটারি প্যাকের সঙ্গে এই গাড়িটি পাওয়া যায়।
  • সাধারণ ব্যাটারির থেকে ১.৫ গুণ দ্রুত চার্জ হয়ে যায় এই গাড়িটি। মাত্র ১৫ মিনিটের চার্জে ২৫০ কিলোমিটারের রেঞ্জ পাওয়া যায় হ্যারিয়ার ইভিতে।

৪টি রংয়ের অপশনে এই গাড়িটি লঞ্চ করেছে টাটা। গাড়ির মধ্যে রয়েছে স্যামসংয়ের কিউ এলইডি ডিসপ্লে। রয়েছে ডলবি অ্যাটমস স্পিকার। গাড়ির দাম শুরু হচ্ছে ২১ লক্ষ ৪৯ হাজার টাকা থেকে। এবার এই গাড়ি সেগমেন্টের বাকি গাড়িগুলোকে কতটা টক্কর দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে ইভি লাভাররা।