রতন টাটার স্বপ্নভঙ্গ, আলাদা হয়ে যাচ্ছে TATA Motors, এবার গাড়ি বিক্রি হবে কী করে?

TATA Motors Demerger: আসলে টাটা মোটরস তাদের কমার্শিয়াল ভেহিকেলস বাকি ব্যবসা থেকে আলাদা করে দিচ্ছে। এবার থেকে কমার্শিয়াল ভেহিকেল ও প্যাসেঞ্জার ভেহিকেল আলাদাভাবে পরিচালিত হবে। প্যাসেঞ্জার ভেহিকেলের অধীনে ইলেকট্রিক ভেহিকেলও থাকবে।

রতন টাটার স্বপ্নভঙ্গ, আলাদা হয়ে যাচ্ছে TATA Motors, এবার গাড়ি বিক্রি হবে কী করে?
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Sep 27, 2025 | 5:46 PM

নয়া দিল্লি: আলাদা হয়ে যাচ্ছে টাটা মোটরস। এবার টাটা মোটরস কমার্শিয়াল ভেহিকেল ও টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল আলাদাভাবে কাজ করবে। চলতি বছরের ১ অক্টোবর থেকে টাটা মোটরসের ডিমার্জার হয়ে যাচ্ছে। এতে কী প্রভাব পড়বে?

জানা গিয়েছে, গিরিশ ওয়াগ এবার থেকে টাটা মোটরসের কমার্শিয়াল গাড়ির ব্যবসা পরিচালনের দায়িত্বে থাকবেন। অন্যদিকে শৈলেশ চন্দ্র টাটা মোটরসের প্যাসেঞ্জার ইউনিটের নেতৃত্ব দেবেন।

আসলে টাটা মোটরস তাদের কমার্শিয়াল ভেহিকেলস বাকি ব্যবসা থেকে আলাদা করে দিচ্ছে। এবার থেকে কমার্শিয়াল ভেহিকেল ও প্যাসেঞ্জার ভেহিকেল আলাদাভাবে পরিচালিত হবে। প্যাসেঞ্জার ভেহিকেলের অধীনে ইলেকট্রিক ভেহিকেলও থাকবে।

ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, আরও ভালভাবে ব্যবসা পরিচালনের জন্য আলাদা হয়ে যাচ্ছে ব্যবসা।

প্রসঙ্গত, ২০২৪ সালেই কোম্পানি ডিমার্জারের ঘোষণা করেছিল।