Tax on Silver: ধনতেরাসে রুপোর বাসন কিনলে কি বাঁচবে কর?

Silver: ১৯৬১ সালের আয়কর আইন বলছে, 'পার্সোনাল এফেক্টস' বা ব্যক্তিগত ব্যবহারের সামগ্রীতে কোনও কর নেই। কিন্তু কর লাগে রুপোর বার বা কয়েনে। কিন্তু বাসন কিনলে? চাটার্ড অ্যাকাউন্টেন্টরা বলছেন, এই বিষয়টা বেশ জটিল।

Tax on Silver: ধনতেরাসে রুপোর বাসন কিনলে কি বাঁচবে কর?
Image Credit source: Jupiter Images/The Image Bank/Getty Images

Oct 20, 2025 | 5:43 PM

ধনতেরাসের ঠিক আগেই হু হু করে বেড়ে গিয়েছে রুপোর দাম। ভারতে প্রতি কেজি রুপোর দাম হয়েছে ১ লক্ষ ৯৮ টাকা। গত বছরের তুলনায় দাম হয়েছে প্রায় দ্বিগুণ। এমনকি রুপোর বৃদ্ধি ছাপিয়ে গিয়েছে সোনার বৃদ্ধিকেও। ফলে, অনেকেই সোনার বদলে কিনেছে রুপো। আবার রুপোর বার বা কয়েনের বদলে অনেকেই রুপোর বাসন কিনেছেন। আর তার মূল উদ্দেশ্য নাকি ক্যাপিটাল গেন ট্যাক্স বাঁচানো। কলকাতার সোনাপট্টি থেকে সল্টলেক, সর্বত্র এই নতুন ট্রেন্ড নিয়ে চলছে আলোচনা।

আইন কী বলছে? ১৯৬১ সালের আয়কর আইন বলছে, ‘পার্সোনাল এফেক্টস’ বা ব্যক্তিগত ব্যবহারের সামগ্রীতে কোনও কর নেই। কিন্তু কর লাগে রুপোর বার বা কয়েনে। কিন্তু বাসন কিনলে? চাটার্ড অ্যাকাউন্টেন্টরা বলছেন, এই বিষয়টা বেশ জটিল।

ফলে, রুপোর বাসনে এই কর ছাড় যদি আপনি চান, তাহলে সেই বাসনের যৌক্তিক ব্যবহার আপনাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ, এই বাসন যে সত্যিই আপনি ব্যবহার করছেন, তার প্রমাণ রাখতে হবে আপনাকে। যেমন সেই বাসনের ব্যবহারের ছবি রাখতে হবে আপনাকে। আয়কর দফতর মনে করছে বিনিয়োগ হিসাবে কেনা বাসনকে করযোগ্য হিসাবে মনে করতে পারে।

তবে, রুপোর বাসন কিনতে গিয়ে অনেক টাকা খরচ করে ফেললে কিন্তু আবার বিপদ। আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টে এমন বড় লেনদেন থাকলে ২০০ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে। তাই এমন কোনও বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।