
বাড়ি বা জমি বিক্রি করেছেন? হাতে মোটা টাকা, কিন্তু আয়কর রিটার্ন জমা দেওয়ার আগে তা নতুন সম্পত্তিতে লগ্নি করে উঠতে পারছেন না? চিন্তা নেই। ১ তারিখ থেকেই আপনার জন্য নতুন রাস্তা খুলে দিল আইসিআইসিআই ব্যাঙ্ক। ভারত সরকারের অনুমোদন নিয়ে তারা নিয়ে এল CGAS বা ‘ক্যাপিটাল গেইনস অ্যাকাউন্ট স্কিম’।
সহজ ভাষায়, আপনি যদি দীর্ঘমেয়াদী মূলধন লাভ বা ক্যাপিটাল গেনস হাতে পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে তা পুনর্বিনিয়োগ করতে না পারেন, তবে সেই টাকা এই বিশেষ অ্যাকাউন্টে জমা রাখতে পারবেন। এতে আপনার কর ছাড়ের সুবিধাও বজায় থাকবে, আবার জমানো টাকার ওপর সুদও পাবেন।
ব্যাঙ্ক জানাচ্ছে, এই মুহূর্তে ভারতে বসবাসকারী সব মানুষ ও হিন্দু অবিভক্ত পরিবারগুলি অর্থাৎ HUF এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। গ্রাহকদের জন্য দুটি বিকল্প রাখা হয়েছে:
আয়কর আইনের ৫৪ বা ৫৪এফ ধারার সুবিধা নিতে গেলে আপনাকে ৩ বছরের মধ্যে এই টাকা যোগ্য সম্পত্তিতে বিনিয়োগ করতে হবে। তবে গ্রামীণ শাখা বাদে আইসিআইসিআই ব্যাঙ্কের যে কোনও ব্রাঞ্চে গিয়ে আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
আপাতত সাধারণ নাগরিকদের জন্য হলেও, খুব শীঘ্রই এনআরআই গ্রাহকরাও এই সুবিধার আওতায় আসবেন বলে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে। হাতে সময় কম থাকলে ট্যাক্স বাঁচানোর এই ‘সেফ প্যাসেজ’ আপনার জন্য বড় হাতিয়ার হতে পারে।