TCS: ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছেন TCS-র CEO, নিজে কত কোটি টাকা বেতন পান জানলে মাথা ঘুরে যাবে…

TCS: টিসিএসে চাকরি চলে যায় না, এমনটাই ধারণা ছিল। বড় ধাক্কা দিয়েছে টিসিএসের এই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত। সংস্থার সিইও কে কৃতিবাসন নিজেই ঘোষণা করেছেন কর্মী ছাঁটাইয়ের কথা।

TCS: ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছেন TCS-র CEO, নিজে কত কোটি টাকা বেতন পান জানলে মাথা ঘুরে যাবে...
টিসিএসের সিইও-র বেতন কত?Image Credit source: PTI

|

Aug 02, 2025 | 6:15 PM

নয়া দিল্লি: তথ্য প্রযুক্তি জগতে হইচই ফেলে দিয়েছে টিসিএসের কর্মী ছাঁটাই। চলতি অর্থবর্ষেই দেশের সবথেকে বড় তথ্য প্রযুক্তি সংস্থা তাদের মোট কর্মীর ২ শতাংশ ছাঁটাই করতে চলেছে বলে ঘোষণা করেছে। একধাক্কায় ১২ হাজার কর্মীর চাকরি যাবে। যখন কর্মীদের চাকরি নিয়ে টানাটানি, সেখানেই চর্চায় টিসিএসের সিইও-র বেতন। তিনি কত টাকা পান, জানেন?

রতন টাটার সংস্থা টাটা কনসাল্টেন্সি সার্ভিস। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে টিসিএসের চাকরি অনেকটা সরকারি চাকরির মতো ছিল। টিসিএসে চাকরি চলে যায় না, এমনটাই ধারণা ছিল। বড় ধাক্কা দিয়েছে টিসিএসের এই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত। সংস্থার সিইও কে কৃতিবাসন নিজেই ঘোষণা করেছেন কর্মী ছাঁটাইয়ের কথা।

এদিকে যখন হাজার হাজার কর্মীরা চাকরি চলে যাচ্ছে, সেখানেই টিসিএসের সিইও-র বেতন নিয়ে জোর চর্চা। তিনি কত বেতন পান জানেন?  সিএনবিসি-র রিপোর্ট অনুযায়ী, ২০২৫ অর্থবর্ষে কে কৃতিবাসন বেতন নিয়েছেন ২৬.৫২ কোটি টাকা। এর মধ্যে ১.৩৯ কোটি টাকা তাঁর বেসিক বেতন। ২.১২ কোটি টাকা নানা বেনেফিট, অ্যালাওয়েন্সের জন্য বরাদ্দ এবং ২৩ কোটি টাকা তিনি পেয়েছেন কমিশন বাবদ।  গত অর্থবর্ষেই টিসিএসের সিইও-র বেতন ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

শুধু টিসিএসের সিইও নন, প্রাক্তন চিফ অপারেটিং অফিসার তথা এগজেকিউটিভ ডিরেক্টর এনজি সুব্রহ্মণ্যম ইস্তফা দেওয়ার আগে ১১.৫৫ কোটি টাকা বেতন পেতেন। এর মধ্যে ৩০ লাখ টাকা বেসিক বেতন, ৭.২৪ কোটি টাকার বেনেফিট, অ্যালাওয়েন্স এবং ৪ কোটি টাকা কমিশন পান।

টিসিএস চেয়ারম্যান এন চন্দ্রশেখরন বেতন পান ২.১ লাখ টাকা। তিনি কোনও কমিশন পান না।