
নয়া দিল্লি: বড় ধাক্কা। দেশের অন্যতম বড় তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসাল্টেন্সি সার্ভিস বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করতে চলেছে। টিসিএস (TCS)-র তরফে জানানো হয়েছে, প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করা হবে চলতি অর্থবর্ষেই।
কৃত্রিম বুদ্ধিমত্তার রমরমা শুরুর পর থেকেই আশঙ্কা ছিল, এবার চাকরি যাবে সাধারণ মানুষের। একাধিক এমন ঘটনাও ঘটেছে। এবার কোপ পড়ল টিসিএসের কর্মীদের উপরে। টিসিএস সংস্থার তরফে জানানো হয়েছে, তাদের গ্লোবাল ওয়ার্কফোর্সের ২ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে।
জুনের পরিসংখ্যান অনুযায়ী, টিসিএসে বিশ্ব জুড়ে ৬ লক্ষ ১৩ হাজারের কাছাকাছি কর্মী কাজ করেন। এর ২ শতাংশ কর্মী ছাঁটাই অর্থাৎ ১২ হাজার কর্মীর চাকরি চলে যাবে। সূত্রের খবর, জুনিয়র স্টাফ নয়, মূলত মাঝারি ও সিনিয়র স্তরের কর্মীদেরই ছাঁটাই করা হবে।
সংস্থার অন্দরে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিশেষ জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন স্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্য়বহার করা হচ্ছে। সেই কারণেই কর্মী ছাঁটাই। যদিও টিসিএস সিইও তথা ম্যানেজিং ডিরেক্টর কে কৃতিবাসন সম্পূর্ণভাবে এআই-কে দোষ দিতে চাননি। ধীরে ধীরেই কর্মী ছাঁটাই করা হবে এবং যাদের ছাঁটাই করা হবে, তাদের অন্য জায়গায় কর্মসংস্থান জোগাড়ের জন্যও পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে বলেই তিনি জানিয়েছেন।
তিনি জানান, এইচআর পলিসি অনুযায়ীই কাজ করা হবে। যে সকল কর্মীরা সংস্থা ছেড়ে চলে যেতে বাধ্য হবেন, তাদের যথাযথ সমর্থন দেওয়া হবে। বিভিন্ন সংস্থায়, যেখানে কর্মী নিয়োগ করা হবে, সেখানে এই কর্মীদের সুপারিশ বা আবেদন করার সুযোগ করে দেওয়া হবে। তাদের বিমার কভারও যথাসম্ভব বাড়ানো হবে। প্রয়োজনে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে।