Tejas MK II vs Rafale Explain: অবসরে মিগ! রাফাল না তেজস, ২ লক্ষ কোটির বাজেটে কী আসবে বায়ু সেনায়?

HAL Tejas Mark 2 Or Dassault Rafale: আসলে বায়ু সেনার ফাইটার জেটের স্কোয়াড্রনে যে বিশাল শূন্যতা তৈরি হয়ছে, তা পূরণের জন্য একদিকে যেমন ফ্রান্সের তৈরি উন্নত ৪.৫ প্রজন্মের রাফাল কেনার জন্য MRFA চুক্তির বিবেচনা করা হচ্ছে, তেমনই অন্যদিকে রয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস মার্ক-২।

Tejas MK II vs Rafale Explain: অবসরে মিগ! রাফাল না তেজস, ২ লক্ষ কোটির বাজেটে কী আসবে বায়ু সেনায়?

Oct 06, 2025 | 3:05 PM

অবসর নিল ভারতীয় বায়ু সেনার অন্যতম পুরনো সঙ্গী মিগ-২১ বাইসন। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের এই যুদ্ধবিমানগুলো ভারতীয় বায়ুসেনাকে ৬০ বছরের বেশি সময় ধরে সার্ভিস দিল। আর তাদের অবসরের ফলে, ভারতীয় বায়ু সেনায় তৈরি হয়েছে এক অদ্ভূত শূন্যতা। স্কোয়াড্রনের সংখ্যা নেমে এসেছে ২৯-এ। যদিও প্রায় ৬০ বছর আগে হিসাব করা হয়েছিল ভারতীয় বায়ু সেনায় মোট ৪২টি স্কোয়াড্রন প্রয়োজন। আর বর্তমানে যে ভাবে ভারতের উপর শত্রুদের নজরদারি বাড়ছে তাতে এই সংখ্যা অন্তত ৫০ হতে হবে, বলছেন বিশেষজ্ঞরা। ফলে, খুব তাড়াতাড়িই ভারতের নতুন যুদ্ধবিমান প্রয়োজন। কিন্তু নতুন এই যুদ্ধবিমান কি ফ্রান্সে তৈরি রাফাল নাকি ভারতীয় সংস্থা হ্যালের তৈরি তেজস মার্ক ২? বায়ু সেনা কী চাইছে? আসলে বায়ু সেনার ফাইটার জেটের স্কোয়াড্রনে যে বিশাল শূন্যতা তৈরি হয়ছে, তা পূরণের জন্য একদিকে যেমন ফ্রান্সের তৈরি উন্নত ৪.৫ প্রজন্মের রাফালের মতো মাল্টি রোল ফাইটার এয়ারক্র্যাফট কেনার...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন