Mukesh Ambani: কী জিনিস বিক্রি করে সবথেকে বেশি টাকা পান অম্বানী, জানেন!

Reliance: ওয়েল টু কেমিক্যাল সেগমেন্ট থেকেই আগে সবথেকে বেশি আয় হত। গত ত্রৈমাসিকে ১৪ হাজার ৫১১ কোটি টাকা আয় হয়েছিল। গত বছরের তুলনায় এ বছর ১.৫ শতাংশ হ্রাস পেয়েছে রাজস্ব।

Mukesh Ambani: কী জিনিস বিক্রি করে সবথেকে বেশি টাকা পান অম্বানী, জানেন!
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Jul 20, 2025 | 11:59 AM

মুম্বই: রিলায়েন্সের বিস্তীর্ণ সাম্রাজ্য। তেল উৎপাদন থেকে গ্যাস, টেলিকম, পোশাক- একাধিক ব্যবসা তাদের। রিলায়েন্সের সবথেকে বেশি আয় কোথা থেকে হয়, জানেন? প্রকাশ পেয়েছে ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের রেজাল্ট। আর তাতেই দেখা গিয়েছে, রিলায়েন্সের আয়ে বিরাট পরিবর্তন হয়েছে। আগে তেল ও গ্যাস থেকেই রিলায়েন্সের মূল আয় হলেও, এখন সেই আয় হচ্ছে টেলিকম, ডিজিটাল সার্ভিস ও রিটেল থেকে।

দেখা গিয়েছে, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে EBITDA বাবদ আয় হয়েছে ৫৮ হাজার ২৪ কোটি টাকা। নেট প্রফিট হয়েছে ৩০ হাজার ৭৮৩ কোটি টাকা। এই আয়ের হিসাব করেই দেখা গিয়েছে, রিলায়েন্সের তেল ও গ্যাস উৎপাদন থেকে যা আয় হয়েছে, তার তুলনায় অনেক বেশি হয়েছে  জিয়ো (টেলিকম), ডিজিটাল প্ল্যাটফরম (জিয়ো ডিজনি প্লাস হটস্টার) ও রিটেল স্টোর থেকে। 

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে সবথেকে বেশি আয় হয়েছে টেলিকম ও জিয়ো প্ল্যাটফর্ম লিমিটেড থেকে। মোট ১৮ হাজার ৩১২ কোটি টাকা আয় হয়েছে, যা কোম্পানির মোট আয়ের ৩২ শতাংশ।  উল্লেখ্য, বর্তমানে রিলায়েন্স জিয়ো ৫জির ব্যবহারকারীর সংখ্যা ২০০ মিলিয়ন অর্থাৎ ২০ কোটি পার করেছে। হোম ব্রডব্যান্ডের ব্যবহারকারীর সংখ্যা ২০ মিলিয়নে পৌঁছেছে। অ্য়াভারেজ রেভেনিউ পার ইউজার বেড়ে ২০৮.৮ টাকায় পৌঁছেছে। গত বছরের তুলনায় ১৪.৯ শতাংশ আয় বেড়েছে।

রিলায়েন্সের রিটেল ব্যবসা থেকেও ভাল আয় হয়েছে। গত বছরের তুলনায় ১২.৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬৩৮১ কোটি টাকায় পৌছেছে। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকেই রিলায়েন্স রিটেল ৮৪ হাজার ১৭১ কোটি টাকার রাজস্ব আয় করেছে এবং দেশে মোট ৩৮৮টি নতুন দোকান খুলেছে।

ওয়েল টু কেমিক্যাল সেগমেন্ট থেকেই আগে সবথেকে বেশি আয় হত। গত ত্রৈমাসিকে ১৪ হাজার ৫১১ কোটি টাকা আয় হয়েছিল। গত বছরের তুলনায় এ বছর ১.৫ শতাংশ হ্রাস পেয়েছে রাজস্ব।