IT Stock Surge: মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বাকি বাজার পড়লেও ধীরে ধীরে বাড়ছে আইটি স্টকগুলো!

Information Technology Stocks: শুক্রবার পর্যন্ত প্রায় ২ শতাংশ বেড়েছে আইটি স্টকগুলো। নিফটি আইটি বেড়েছে ৭৭৩ পয়েন্ট। তথ্য বলছে, গত ৫ দিনে নিফটি আইটি বেড়েছে ৪.৭ শতাংশ।

IT Stock Surge: মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বাকি বাজার পড়লেও ধীরে ধীরে বাড়ছে আইটি স্টকগুলো!
Image Credit source: Getty Images

Jun 13, 2025 | 1:24 PM

শুক্রবার, ১৩ জুন সকালেই ইরান-ইজরায়েল সংঘর্ষের খবর সামনে আসতেই হুড়মুড়িয়ে পড়তে শুরু করে একাধিক দেশের শেয়ার বাজার। পড়ছে ভারতের বাজারও। কিন্তু এরই মধ্যে উল্টো ট্রেন্ড দেখা গেল ভারতের আইটি সূচকে। বাকি সমস্ত সূচক পড়লেও বেড়েছে নিফটি আইটি সূচক।

শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২ শতাংশ বেড়েছে আইটি স্টকগুলো। নিফটি আইটি বেড়েছে ৭৭৩ পয়েন্ট। তথ্য বলছে, গত ৫ দিনে নিফটি আইটি বেড়েছে ৪.৭ শতাংশ। শেষ ১ বছরের হিসাব দেখলে দেখা যাবে আইটি স্টকগুলো বেড়েছে প্রায় ১১.৬৫ শতাংশ। যদিও, বর্তমান চলমান শেয়ার বাজারের টালমাটালের মধ্যে এই বছরের শুরু থেকে এখনও পর্যন্ত ১০ শতাংশ পড়েছে শেয়ার বাজার।

এই উত্তেজনার মধ্যে আইটি স্টকগুলোর বৃদ্ধির পিছনে বেশ কয়েকটা বড় কারণ রয়েছে। প্রথমত, চিন ও আমেরিকার মধ্যে বাণিজ্য নিয়ে কথাবার্তা চলছে। আর সেই অবস্থায় বেশ কিছুটা স্থিতিশীল রয়েছে ডলার। আর ডলারের উত্থান পতন বেশি হলে ভারতে আইটি স্টকের দামও বাড়া-কমা করে।

ডলারের দাম কিছুটা স্থিতিশীল হওয়ায় কিছুটা ভাল জায়গায় ছিল আমেরিকার অর্থনীতি। ফলে, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FII) ধীরে ধীরে ভারতের আইটি স্টকগুলোতে তাদের বিনিয়োগ বাড়াচ্ছে। আর এই কারণেই টাকা ৫দিন ধরে ক্রমাগত দাম বাড়ছে আইটি স্টকগুলোর।

জেএম ফাইন্যান্সিয়ালের একটি রিপোর্ট বলছে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় থাকা প্রথম ৫ সেক্টর হল আর্থিক পরিষেবা, আইটি, অয়েল ও গ্যাস, অটো এবং ফার্মা। আর সেই ৫ সেক্টরেই ৬০ শতাংশের বেশি বিনিয়োগ রয়েছে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। আর তাদের বিনিয়োগের ৮.২ শতাংশ বিনিয়োগই রয়েছে আইটি সেক্টরে। যা তাঁদের বিনিয়োগের মধ্যে দু’নম্বর স্থান অধিকার করে।