
অবশেষে যাত্রা শুরু। আজই ভারতে প্রথম শোরুম খুলল টেক জায়ান্ট টেসলা। মুম্বইয়ের অভিজাত এলাকা বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের মেকার ম্যাক্সিটি মলে এই শোরুম খুলল টেসলা। এখনও পর্যন্ত জানা গিয়েছে, ভারতে আপাতত টেসলা মডেল ওয়াই বিক্রি করতে চলেছে ইলন মাস্কের এই সংস্থা। পরবর্তীতে তারা আরও অন্যান্য মডেলের গাড়িও ভারতের বাজারে বিক্রি করতে শুরু করবে।
Model Y
Maximum efficiency. Smoother rides. All-new interior.
New on the outside:
– Redesigned exterior with improved aerodynamics to unlock better range, performance & longevity
– Updated wheels, tires & brakes + retuned suspension for a smoother ride
– Our single,… pic.twitter.com/10jozn8nKj
— Tesla India (@Tesla_India) July 15, 2025
এখনও পর্যন্ত মনে করা হচ্ছে ভারতের বাজারে টেসলা তাদের গাড়ি বিক্রি শুরু করবে অগস্ট মাসের ১ তারিখ থেকে। ইতিমধ্যেই তারা তাদের নতুন মডেল ওয়াই-এর টিজারও প্রকাশ করেছে।
Order yours ➡️ https://t.co/mFC2upEV3u https://t.co/cKsOIqUkPw
— Tesla India (@Tesla_India) July 15, 2025
জুলাই মাসের ১১ তারিখ এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে টেসলা জানায় যে তারা ভারতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ইতিমধ্যেই সংস্থার সাংহাইয়ের কারখানা থেকে ভারতের ৬টি টেসলা মডেল ওয়াই তারা নিয়ে এসেছে বিক্রি করার জন্য। রয়াটার্সের একটি রিপোর্ট বলছে ইতিমধ্যে আমেরিকা ও চিন থেকে গাড়ি, চার্জার ও অন্যান্য জিনিসপত্র নিয়ে প্রায় ১ মিলিয়ন ডলারের জিনিসপত্র আমদানি করেছে তারা।
Coming soon pic.twitter.com/kquMXghCnK
— Tesla India (@Tesla_India) July 11, 2025