Tesla: আর কয়েক ঘন্টা পরেই ভারতে লঞ্চ করার কথা টেসলার! তার আগেই বড় খবর পেল ইলন মাস্কের সংস্থা

Tesla: গ্রাহকরা নিতে পারবে টেস্ট ড্রাইভ। শুরু হবে বিক্রিও। এক ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, টেসলা ইন্ডিয়া মোটরস অ্যান্ড এনার্জি প্রাইভেট লিমিটেডের ভারতীয় শাখাকে 'ট্রেড সার্টিফিকেট' ইস্যু করা হয়েছে। সূত্রের খবর, মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে আগামী ১৫ জুলাই টেসলা তাদের প্রথম শোরুম উদ্বোধন করতে চলেছে।

Tesla: আর কয়েক ঘন্টা পরেই ভারতে লঞ্চ করার কথা টেসলার! তার আগেই বড় খবর পেল ইলন মাস্কের সংস্থা
Image Credit source: Getty Images Editorial

| Edited By: সায়ম কৃষ্ণ দেব

Jul 14, 2025 | 2:35 PM

বহুল প্রতীক্ষার পরে ভারতে আত্মপ্রকাশ করতে চলেছে টেসলা (Tesla)। মহারাষ্ট্রে মঙ্গলবার লঞ্চ করার কথা প্রথম শোরুমের। গাড়ি ডেলভারি হওয়ার কথা অগস্ট মাস থেকে। তার আগেই আরও এক বড় সুখবর পেল ইলন মাস্কের সংস্থা। অনুমোদন পেল অন্ধেরি অঞ্চলের আঞ্চলিক পরিবহন অফিস (RTO) থেকেও। অনুমতি অনুযায়ী, এবার টেসলা ভারতে তাদের গাড়ি প্রদর্শন করার ছাড়পত্র পেল।

গ্রাহকরা নিতে পারবে টেস্ট ড্রাইভ। শুরু হবে বিক্রিও। এক ইংরেজি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, টেসলা ইন্ডিয়া মোটরস অ্যান্ড এনার্জি প্রাইভেট লিমিটেডের ভারতীয় শাখাকে ‘ট্রেড সার্টিফিকেট’ ইস্যু করা হয়েছে। সূত্রের খবর, মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে আগামী ১৫ জুলাই টেসলা তাদের প্রথম শোরুম উদ্বোধন করতে চলেছে।

ইন্ডিয়া টিভির একটি প্রতিবেদন অনুসারে, RTO-র এক উচ্চপদস্থ কর্মকর্তা পিটিআই-কে জানান, শোরুম, পার্কিং ও স্টোরেজ সুবিধার পরিদর্শনের পর মোটর ভেহিকল ইন্সপেক্টররা এই ট্রেড সার্টিফিকেট ইস্যু করেছেন। অন্ধেরি RTO-র অন্য এক কর্মকর্তা জানান, ডিলারশিপ রেজিস্ট্রেশনের আবেদনও চলতি সপ্তাহেই জমা পড়েছে।

মোটর ভেহিকল আইন (Central Motor Vehicle Rules) অনুযায়ী, ৩৫ নম্বর ধারা অনুযায়ী ট্রেড সার্টিফিকেট দেওয়া হয়, যা নির্দিষ্ট শর্তসাপেক্ষে রাস্তায় আনরেজিস্টার্ড গাড়ি চালানোর অনুমতি দেয়। পাঁচ বছর মেয়াদি এই শংসাপত্র গাড়ির প্রদর্শন, প্রদর্শনমূলক চালনা (ডেমো), ডেলিভারি রান এবং ওয়ার্কশপ ব্যবহারের অনুমতিও দেয়।

প্রসঙ্গত, ট্রেড সার্টিফিকেট এমন এক অনুমোদন, যা গাড়ি প্রস্তুতকারী সংস্থা বা ডিলাররা সরকারিভাবে অননুমোদিত (unregistered) গাড়ি ট্রায়াল বা প্রচারমূলক উদ্দেশ্যে চালানোর জন্য পেয়ে থাকেন। একজন প্রাক্তন RTO অফিসার জানিয়েছেন, ট্রেড সার্টিফিকেট পাওয়ার ফলে এখন টেসলা ডেমো গাড়ি নিয়ে আসতে পারবে, রোড টেস্ট চালাতে পারবে এবং ভারতীয় বাজারে বিক্রির জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে পারবে।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, টেসলা ভারতের বাজারে প্রথমে তাদের জনপ্রিয় Model Y গাড়িটি নিয়ে আসতে চলেছে। ডিলারশিপ রেজিস্ট্রেশনের আবেদনে জানানো হয়েছে, শোরুমটি বান্দ্রা কুরলা কমপ্লেক্সের মেকার ম্যাক্সিটি (Maker Maxity) কমার্শিয়াল কমপ্লেক্সের গ্রাউন্ড ফ্লোরে থাকবে, যা মুম্বইয়ের অন্যতম প্রধান বাণিজ্যিক অঞ্চল এবং একটি শপিং মলের পাশেই অবস্থিত।

এছাড়া, শোরুম সংলগ্ন ওয়ার্কশপ, সার্ভিস সেন্টার ও ওয়্যারহাউস থাকবে সাকি নাকার কুজুপাড়া এলাকায় লোধা লজিস্টিক পার্কে। এটি শোরুম থেকে প্রায় ৬ কিমি দূরে এবং মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত।