Tesla, SpaceX-এর CEO, মাস গেলে স্যালারিই নেন না ধনকুবের Elon Musk! জানতেন?

Tesla, Elon Musk: ফোর্বসের তথ্য বলছে, টেসলার ১২ শতাংশ শেয়ারের মালিক ইলন মাস্ক। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে ইলন মাস্ক কোনও সংস্থার সবচেয়ে কম পাইনে নেওয়া চিফ এক্সিকিউটিভ।

Tesla, SpaceX-এর CEO, মাস গেলে স্যালারিই নেন না ধনকুবের Elon Musk! জানতেন?
Image Credit source: Getty Images

Jun 11, 2025 | 6:05 PM

আমেরিকান ধনকুবের ইলন মাস্ক। তিনি ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা টেসলার সিইও। সোশ্যাল মিডিয়া এক্স-এর মালিকও তিনি। পৃথিবীর প্রথম ৫ ধনবান ব্যক্তির মধ্যে পড়েন তিনি। কিন্তু জানেন কি এই এত সম্পত্তি থাকলেও তাঁর নিজের সংস্থাগুলো থেকে কোনও স্যালারি নেন না তিনি।

ফোর্বসের তথ্য বলছে, টেসলার ১২ শতাংশ শেয়ারের মালিক ইলন মাস্ক। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে ইলন মাস্ক কোনও সংস্থার সবচেয়ে কম পাইনে নেওয়া চিফ এক্সিকিউটিভ। ইলন মাস্ক তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছিলেন যে তিনি গত ৭ বছর ধরে কোনও স্যালারি নেননি। কিন্তু এই সময়ের মধ্যে তাঁর সংস্থা বৃদ্ধি পেয়েছে ২ হাজার শতাংশের চেয়েও বেশি।

তথ্য বলছে, ইলন মাস্কের হাতে থাকা সমস্ত সম্পত্তির মধ্যে বেশিরভাগটাই টেসলার শেয়ার। আজকের দিনে দাঁড়িয়ে টেসলার চড়ো ইলন মাস্কের কত সম্পত্তি রয়েছে জানেন? কোনও মাইনে না নিয়েই ইলনের মোট সম্পত্তি ৪০ হাজার ১৪০ কোটি আমেরিকান ডলার। যা অ্যামাজনের জেফ বেজোস, ফেসবুকের মার্ক জুকেরবার্গ বা মাইক্রোসফটের বিল গেটসের থেকে অনেক বেশি।