জুলাইয়েই আসছে Tesla, বাজার ধরতে ৫০ লক্ষের Chinese EV-তেই ভরসা Elon Musk-এর!

Tesla: তথ্য বলছে, টেসলা ইতিমধ্যেই সুপারচার্জার, বিভিন্ন অ্যাকেসরিজ, ব্র্যান্ডেড মার্চেন্ডাইজ ও গাড়ির স্পেয়ার পার্টস আমেরিকা, চিন ও নেদারল্যান্ডস থেকে আমদানি করছে।

জুলাইয়েই আসছে Tesla, বাজার ধরতে ৫০ লক্ষের Chinese EV-তেই ভরসা Elon Musk-এর!

Jun 23, 2025 | 1:55 PM

ভারতে কবে থেকে পাওয়া যাবে টেসলার গাড়ি? এই প্রশ্ন রয়েছে অনেক মানুষের মনেই। আর এবার যেন সেই প্রশ্নেরই উত্তর মিলল। সূত্র বলছে, টেসলা জুলাই মাসেই ভারতে তাদের প্রথম শোরুমটি খুলতে চলেছে। ইউরোপিয়ান ও চাইনিজ মার্কেটে সংস্থার অবস্থা এই মুহূর্তে খুব একটা ভাল না হলেও তারা ভারতে, পৃথিবীর তৃতীয় বৃহত্তম গাড়ির বাজারে তাদের ব্যবসা বাড়াতে উদ্যোগী।

তথ্য বলছে, টেসলা ইতিমধ্যেই সুপারচার্জার, বিভিন্ন অ্যাকেসরিজ, ব্র্যান্ডেড মার্চেন্ডাইজ ও গাড়ির স্পেয়ার পার্টস আমেরিকা, চিন ও নেদারল্যান্ডস থেকে আমদানি করছে। আবার চিন থেকে টেসলা তাদের মডেল ওয়াই আমদানি করবে ভারতের বাজারে বিক্রি করার জন্য, জানা গিয়েছে ব্লুমবার্গের তথ্য থেকে।

জানা গিয়েছে, মুম্বইয়ে টেসলা তাদের প্রথম শোরুম খুলতে চলেছে। এ ছাড়াও নিউ দিল্লিতে তারা তাদের আরও একটি শোরুম খুলবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সাংহাইয়ের কারখানা থেকে টেসলা ৫টি মডেল ওয়াই আমদানি করেছে ভারতে। গাড়িগুলোর দাম পড়েছে ২৭ লক্ষ ৭০ হাজার টাকার মতো। এর উপর চেপেছে প্রায় ২১ লক্ষের আমদানি কর।

তথ্য বলছে, গাড়ি প্রতি ৪৮ লক্ষ টাকা খরচ পড়ছে টেসলার। যদিও গাড়িগুলো কত দামে বিক্রি হবে, তা নিয়ে এখনও কোনও নিশ্চয়তা দেয়নি ইলন মাস্কের গাড়ি সংস্থা।