Bike বা গাড়ির খরচ এবার বাড়বে হুড়মুড়িয়ে, বাড়তে চলেছে গাড়ির Insurance-এর Premium!

Insurance Premium: মোটর ভেহিকল অ্যাক্ট বলছে প্রত্যেকটা গাড়ি বা বাইকের ফার্স্ট পার্টি বা থার্ড পার্টি ইনসিওরেন্স থাকা বাধ্যতামূলক। ফলে, যাঁদের গাড়ি বা বাইক রয়েছে তাঁদের এই বর্ধিত প্রিমিয়াম থেকে বাঁচার কোনও জায়গা নেই।

Bike বা গাড়ির খরচ এবার বাড়বে হুড়মুড়িয়ে, বাড়তে চলেছে গাড়ির Insurance-এর Premium!
Image Credit source: Kmatta/Moment/Getty Images

Jun 29, 2025 | 12:01 PM

যাঁরা বাইক বা গাড়ি চালান, তাঁরা জানেন একটা মোটর ভেহিকল মেনটেন করার খরচ কতটা বেড়েছে। আর এবার বাড়তে চলেছে টু হুইলার বা ফোর হুইলারের ইনসিওরেন্সের খরচ। ইতিমধ্যে আইআরডিএআই প্রস্তাব দিয়েছে যাতে বাইক বা গাড়ি সব ক্ষেত্রেই থার্ড পার্টি প্রিমিয়াম বাড়িয়ে দেওয়া যায় ২০ থেকে ২৫ শতাংশ। আগামী ৩ থেকে ৪ সপ্তাহের মধ্যে এই বিষয়ে জারি হতে পারে নোটিফিকেশনও!

মোটর ভেহিকল অ্যাক্ট বলছে প্রত্যেকটা গাড়ি বা বাইকের ফার্স্ট পার্টি বা থার্ড পার্টি ইনসিওরেন্স থাকা বাধ্যতামূলক। ফলে, যাঁদের গাড়ি বা বাইক রয়েছে তাঁদের এই বর্ধিত প্রিমিয়াম থেকে বাঁচার কোনও জায়গা নেই। কিন্তু হঠাৎ কেন এতটা প্রিমিয়াম বাড়তে চলেছে?

প্রথমত, ২০২১ সালের পর থেকে কোনও মোটর ভেহিকল ইন্সিওরেন্সের খরচ একটুও বাড়েনি। কিন্তু এই সময়ের মধ্যে বেড়ে গিয়েছে দুর্ঘটনার সংখ্যা। ফলে, বেড়েছে ক্লেমের সংখ্যাও। এই কারণে বেড়েছে বিমা সংস্থাগুলোর খরচও। এ ছাড়াও বেড়েছে হসপিটাল বা চিকিৎসা সংক্রান্ত অন্যান্য খরচ। আর তার ফলে, বিমা সংস্থাগুলোর খরচ যতটা বাড়ার কথা ছিল, তার চেয়ে অনেক বেশি বেড়েছে।

তথ্য বলছে, ভারতে মুল্যবৃদ্ধির হার ৬ থেকে ৭ শতাংশ হলেও চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে এই মূল্যবৃদ্ধির হার ১৩ থেকে ১৪ শতাংশ। ফলে, বিমা সংস্থাগুলোর কাছে প্রিমিয়াম বাড়ানোর আবেদন করা ছাড়া আর কিছুই করার নেই। আর এই সব কারণেই আগামী অগস্ট বা সেপ্টেম্বর থেকেই বাড়তে পারে আপনার গাড়ির বিমার খরচ।