নয়া দিল্লি: গোটা দেশে বসতে চলেছে ৭ হাজার নতুন চার্জিং পয়েন্ট। এর জন্য ইতিমধ্যেই Tata Motors এর সহযোগী প্রতিষ্ঠান, Tata Passenger Electric Mobility Ltd. (TPEM) ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (BPCL) সঙ্গে একটি মউ স্বাক্ষর করে ফেলেছে বলে জানা যাচ্ছে। শুক্রবার (৮ ডিসেম্বর) এই নতুন চুক্তি হয়েছে বলে খবর। ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে।
প্রসঙ্গত, বর্তমানে গোটা দেশেই দু চাকার পাশাপাশি ইলেকট্রিক চার চাকার চাহিদা অনেক বেড়েছে। রোজই বাজারে আসছে নিত্যনতুন সব গাড়ি। প্রায় ১ লক্ষ ১৫ হাজার বেশি Tata EV ব্যবহারকারীদের কাছ তথ্য সংগ্রহ করা হবে বলে খবর। একইসঙ্গে ভারতীয় রাস্তার বিশদ বিবরণের পাশাপাশি কোথায় কোথায় BPCL পাম্প রয়েছে সেগুলির তথ্যও সংগ্রহ করা হচ্ছে। এই সমস্ত বিষয় খতিয়ে দেখেই কোথায় সবথেকে বেশি চার্জিং পয়েন্টের চাহিদা রয়েছে তা খতিয়ে দেখা হবে। সেই মতোই নয়া স্টেশন তৈরির রোড ম্যাপ তৈরি করা হবে বলে খবর।
তবে বর্তমানে এই দুই সংস্থার শেয়ার দরে বেশ কিছুটা পতন দেখা গিয়েছে। শুক্রবার ৮ ডিসেম্বর দালাল স্ট্রিট বন্ধের সময় বিপিসিএলের শেয়ার প্রতি দাম দাঁড়ায় ৪৭০ টাকা ৫০ পয়সা। দাম পড়েছে ০.৭৮ শতাংশ। অন্যদিকে টাকা মোটরসের শেয়ারের দাম ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৭১৪ টাকা ৬৫ পয়সা।