Health Sector: ১ বছরের ঘুরে গেল খেলা! ৬২ শতাংশের বিশাল লাফ দিয়ে ফুঁলেফেঁপে উঠছে দেশের স্বাস্থ্য ক্ষেত্র

Health Sector: সুরেশের দাবি, স্বাস্থ্য ক্ষেত্রে শুধু নিত্যনতুন চাকরিই তৈরি হচ্ছে না, নিয়োগের ক্ষেত্রে লিঙ্গ সাম্যতার উপরেও জোর দেওয়া হচ্ছে। এই রিপোর্টই দাবি করা হচ্ছে, বর্তমানে এই ক্ষেত্রে মোট চাকুরিজীবীদের মধ্যে ৩৮ শতাংশ মহিলা।

Health Sector: ১ বছরের ঘুরে গেল খেলা! ৬২ শতাংশের বিশাল লাফ দিয়ে ফুঁলেফেঁপে উঠছে দেশের স্বাস্থ্য ক্ষেত্র
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Apr 09, 2025 | 5:04 PM

কলকাতা: বিশাল লাফ। ৬২ শতাংশের বড় বৃদ্ধি। তাও আবার মাত্র এক বছরের ব্যবধানেই। সবটাই হয়েছে ভারতের স্বাস্থ্য খাতে। প্রযুক্তিগত উন্নতি এবং মেডিকেল সার্ভিসের ক্রমবর্ধমান চাহিদার জন্যই এমনটা সম্ভব হয়েছে।  সোমবার একটি রিপোর্ট সামনে এসেছে। তাতেই এই বড় তথ্য উঠে এসেছে। Foundit এর Insights Tracker (fit) এর হাত ধরে এই মাসিক জমা হওয়া তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। 

Foundit এর সিইও ভি সুরেশ বলছেন, “ভারতের গোটা স্বাস্থ্য ক্ষেত্র একটা নতুন যুগে পা দিয়ে ফেলেছে। প্রযুক্তি ও প্রতিভার যুগলবন্দিতেই গোটা হেলথ কেয়ার সেক্টর পাচ্ছে নতুন মাত্রা। আমাদের সাম্প্রতিক তথ্য় স্পষ্টভাবে দেখাচ্ছে কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা, ইনফোরমেটিকস, ডিজিটাল হেলথের উন্নতির হাত ধরে গোটা ক্ষেত্রটাই অনেক বেশি রোগীদের স্বার্থে কাজ করছে। তাঁদের সুযোগ-সুবিধার উপরেই সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে।”

সুরেশের দাবি, স্বাস্থ্য ক্ষেত্রে শুধু নিত্যনতুন চাকরিই তৈরি হচ্ছে না, নিয়োগের ক্ষেত্রে লিঙ্গ সাম্যতার উপরেও জোর দেওয়া হচ্ছে। এই রিপোর্টই দাবি করা হচ্ছে, বর্তমানে এই ক্ষেত্রে মোট চাকুরিজীবীদের মধ্যে ৩৮ শতাংশ মহিলা। তবে শীর্ষস্থানগুলিতে এখনও পর্যন্ত পুরুষদের আধিপত্যই বেশি। রিপোর্ট বলছে, ‘টপ’ পজিশনগুলিতে মহিলাদের প্রতিনিধিত্ব মাত্র ৪ শতাংশ।