
ইরানে ইজরায়েলের আক্রমণ, পাল্টা আক্রমণের পরই মধ্যপ্রাচ্যে বেড়েছে উত্তেজনা। আর এই উত্তেজনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সোনার দামও। আমরা জানি, ভূ-রাজনৈতিক উত্তেজনা বা অর্থনৈতিক টালমাটালের সময় বাড়তে থাকে সোনার দাম। আর এর প্রধান কারণ হল এই সময়গুলোয় মুদ্রাস্ফীতি মোকাবিলা করতে বিভিন্ন দেশের সরকার প্রচুর পরিমাণে সোনা কেনে।
সরকার বা বড় বিনিয়োগকারী যাঁরা তাঁরা না হয় লক্ষ লক্ষ বা কোটি কোটি টাকার সোনা কেনে। কিন্তু যাদের পুঁজি আমার-আপনার মতো কম, তারা কী করবেন? অনেকেই বলতে পারেন সোভেরেইন গোল্ড বন্ড কেনার কথা। কিন্তু বর্তমানে সরকার কোনও গোল্ড বন্ড ইস্যু করছে না। তাহলে কী উপায়?
একটা দারুণ উপায় রয়েছে, বলছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন গোল্ড ইটিএফে বিনিয়োগ করতে। গোল্ড ইটিএফে বিনিয়োগ খুবই সহজ। যেভাবে স্টক কেনা যায়, সেভাবেই কিনতে হয় ইটিএফ।
ইটিএফ অর্থাৎ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। ইটিএফ শেয়ারের মতো স্টক মার্কেটে কেনা-বেচা করা যায়। ইটিএফ মিউচুয়াল ফান্ড বা শেয়ারের তুলনায় ভাল বিকল্প হতে পারে। ইটিএফ কখনও কমোডিটি, কখনও সূচক বা কখনও থিমে অর্থ বিনিয়োগ করে। ইটিএফ আবার শেয়ারের মতো স্টক এক্সচেঞ্জেই লেনদেন করা যায়, ফলে এটা মিউচুয়াল ফান্ডের তুলনায় একটি বাড়তি সুবিধা দেয়।
বিভিন্ন দামের গোল্ড ইটিএফ পাওয়া যায়। ১০ টাকার কমেও যেমন এই ইটিএফ পাবেন আপনি তেমনই ৯ হাজার টাকার ইটিএফও আছে। এবার আপনার পুঁজি যেমন সেই অনুযায়ী ইটিএফ কিনতে পারেন। তবে, বিভিন্ন অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থার এক্সপেন্স রেসিও বিভিন্ন রকম। সর্বনিম্ন এক্সপেন্স রেসিও টাটা গোল্ড ইটিএফের।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।