Share Market News: শেয়ার বিক্রি না করেও শেয়ার বাজার থেকে ঘরে তুলতে পারেন বড় লাভ, নজর রাখুন এই সংস্থগুলিতে

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jul 01, 2023 | 12:00 AM

Share Market News: বাজারে রয়েছে এমন কিছু স্টক যেগুলি সাম্প্রতিককালে বিনিয়োগকারীদের উচ্চ মাত্রার ডিভিডেন্ট দিচ্ছে। বড় লাভ ঘরে তুলতে বিনিয়োগ করতে পারেন এই স্টকগুলিতে।

Share Market News: শেয়ার বিক্রি না করেও শেয়ার বাজার থেকে ঘরে তুলতে পারেন বড় লাভ, নজর রাখুন এই সংস্থগুলিতে
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বাড়তি লাভের আশায় বর্তমানে অনেকেই বিনিয়োগ করছেন শেয়ার মার্কেটে (Share Market Investment)। অল্প সময় বড় লাভ ঘরে তুলতে শেয়ার বাজারে টাকা ঢালছেন অনেকেই। কিন্তু, জানেন কী শেয়ার বিক্রি না করেও শেয়ার মার্কেট (Share Market News) থেকে ভাল লাভ ঘরে তুলতে পারেন আপনি। বাজারে রয়েছে এমন কিছু স্টক যেগুলি সাম্প্রতিককালে বিনিয়োগকারীদের উচ্চ মাত্রার ডিভিডেন্ট দিচ্ছে। ডিভিডেন্ডের (Dividend) বাংলা তরজা করলে দাঁড়ায় লভ্যাংশ। এক বছরে যে কোনও একটি সংস্থা যে মুনাফা আয় করে তার একটা অংশ শেয়ারহোল্ডার বা বিনিয়োগকারীদের মধ্যে ভাগ করে দেয় ওই সংস্থা। কখনও কখনও ওই সংস্থা তাঁদের সংরক্ষিত তহবিল থেকেও তা হিসাব বুঝে ওই টাকা দিয়ে থাকে। বর্তমানে ভারতে এমন কিছু স্টক রয়েছে যে গুলি বেশ মোটা টাকার ডিভিডেন্ট দিচ্ছে। 

পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে কোল ইন্ডিয়া এখনও পর্যন্ত তাঁদের শেয়ারে বিনিয়োগকারীদের ৩৩২ শতাংশ ডিভিডেন্ট দিয়েছে। হিসাব বলছে যা শেয়ার প্রতি প্রায় ৩৩ টাকার আশেপাশে। একই সময় HCL Tech দিয়েছে ২৪০০ শতাংশ ডিভিডেন্ট। হিরো মোটোক্রপ তাঁদের বিনিয়োগকারীদের দিয়েছে ৫০০০ শতাংশ ডিভিডেন্ট। 

২০২২-২৩ অর্থবর্ষে বাজাজ অটো তাঁদের বিনিয়োগকারীদের প্রায় ১৪০০ শতাংশ ডিভিডেন্ট দিয়েছে। অন্যদিকে পিরামল এন্টারপ্রাইজ দিয়েছে ১৫৫০ শতাংশ ডিভিডেন্ট। VST Industries ও দিয়েছে ১৫০০ শতাংশ ডিভিডেন্ট। Bayer Crop Science দিয়েছে ১৩০০ শতাংশ। Gulf Oil Lubricants দিয়েছে ১২০০ শতাংশ। ​ICICI Securities দিয়েছে ৪৫০ শতাংশ ডিভিডেন্ট। তাই শেয়ার বাজার থেকে সহজেই বড় লাভ ঘরে তুলতে নজর রাখতে পারেন এই সংস্থাগুলিতে। 

Next Article