UPI করতে দিতে হয় না কোনও বাড়তি চার্জ, তাহলে কীভাবে ৫ হাজার কোটি উপার্জন করল Google Pay ও PhonePe!

UPI Apps: গুগল পে বা ফোনপের মতো অ্যাপগুলো ইউপিআই লেনদেনের জন্য কোনও আলাদা চার্জ নেয় না, তাহলে কীভাবে উপার্জন করে এই তারা?

UPI করতে দিতে হয় না কোনও বাড়তি চার্জ, তাহলে কীভাবে ৫ হাজার কোটি উপার্জন করল Google Pay ও PhonePe!
Image Credit source: David Talukdar/UCG/UIG via Getty Images

Jul 23, 2025 | 4:48 PM

ভারতের অনলাইন পেমেন্টের ক্ষেত্রকে পুরোপুরি বদলে দিয়েছে ইউপিআই বা ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস। ফুটপাতের ছোট ব্যবসায়ী থেকে বড় বড় ব্যবসায়ী, সকলেই ইউপিআই ব্যবহার করে। আর তথ্য বলছে ভারতের মোট ইউপিআই লেনদেনের ৮২ শতাংশই হয় গুগল পে ও ফোনপের মাধ্যমে। এর মধ্যে ৪৬.৫ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে ফোনপের কাছে ও ৩৫.৫ শতাংশ মার্কেট শেয়ার রয়েছে গুগল পের কাছে।

কিন্তু গুগল পে বা ফোনপের মতো অ্যাপগুলো ইউপিআইয়ের মাধ্যমে লেনদেনের জন্য কোনও ধরনের আলাদা চার্জ নেয় না। তাহলে কীভাবে হাজার হাজার কোটি টাকা উপার্জন করে এই অ্যাপগুলো?

ইউপিআই অ্যাপগুলো উপার্জন করে ইউপিআই ছাড়া অন্যান সার্ভিস দিয়ে। ইউপিআইকে ঘিরে এই অ্যাপগুলো সম্পূর্ণ ফিনটেক ইকোসিস্টেম তৈরি করে ফেলেছে। আর এই ইকোসিস্টেমের মধ্যে দিয়েই উপার্জন করে এই অ্যাপগুলো।

গুগল পে বা ফোনপের মোট উপার্জনের একটা মোটা অংশ আসে তাদের দেওয়া ওই স্পিকারগুলো থেকে। ছোট ছোট ব্যবসায়ীদের মাসিক একটা অর্থের বিনিময়ে ওই স্পিকারগুলো ভাড়া দেয় এই দুই সংস্থা। ভাড়ার অঙ্ক মাসিক ১০০ টাকার কাছাকাছি হয়। এ ছাড়াও পেমেন্ট করলে স্ক্র্যাচ কার্ডে যে সব অফার থাকে, সেই সংস্থাগুলো থেকেও মোটা অঙ্কের অর্থ উপার্জন করে এই দুই অ্যাপ।