Small Savings Bank: সেভিংস অ্যাকাউন্টে চমকে দেওয়া সুদের হার! এই স্মল ফিনান্স ব্যাঙ্কে আকর্ষণীয় অফার

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Dec 05, 2023 | 6:21 AM

১ লক্ষ টাকা বিনিয়োগের উপর সুদ দিচ্ছে ৩.৫১ শতাংশ। ১ থেকে ২ লক্ষ টাকা বিনিয়োগে ৫.১১ শতাংশ সুদ। ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা বিনিয়োগের উপর সুদ দেওয়া হচ্ছে ৭.১১ শতাংশ। ৫ লক্ষ থেকে ১০ কোটি টাকা জমা করলে মিলবে ৭.৫০ শতাংশ সুদ।

Small Savings Bank: সেভিংস অ্যাকাউন্টে চমকে দেওয়া সুদের হার! এই স্মল ফিনান্স ব্যাঙ্কে আকর্ষণীয় অফার
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক দিচ্ছে সেভিংস অ্যাকাউন্টে আকর্ষণীয় সুদের হার। ১ ডিসেম্বর থেকে এই স্মল ফিনান্স ব্যাঙ্ক সুদের হার বাড়িয়েছে। এখন তাঁরা সেভিংস অ্যাকাউন্টে জমা করা টাকার উপর ৭.৫ শতাংশ সুদ দিচ্ছে। তবে কম অঙ্কের টাকার উপর এই বিপুল পরিমাণ সুদ দেওয়া হচ্ছে না। মূলত লক্ষাধিক টাকা বিনিয়োগের উপরই মিলছে এই সুদ। আসুন এক নজরে দেখে নিই কোন অঙ্কের টাকা জমার উপর কত সুদ দেওয়া হচ্ছে।

১ লক্ষ টাকা বিনিয়োগের উপর সুদ দিচ্ছে ৩.৫১ শতাংশ। ১ থেকে ২ লক্ষ টাকা বিনিয়োগে ৫.১১ শতাংশ সুদ। ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা বিনিয়োগের উপর সুদ দেওয়া হচ্ছে ৭.১১ শতাংশ। ৫ লক্ষ থেকে ১০ কোটি টাকা জমা করলে মিলবে ৭.৫০ শতাংশ সুদ। ১০ কোটির বেশি জমার উপর আবার সুদ দেওয়া হবে ৬.৫০ শতাংশ। ধাপে ধাপে এই অঙ্ক যত বাড়বে সুদ তত কমবে।

ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক ছাড়াও জন স্মল ফিনান্স ব্যাঙ্ক, ইকুইটাস স্মল ফিনান্স ব্যাঙ্ক, উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক, সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্কও দিচচ্ছে আকর্ষণীয় সুদের হার। স্মল ফিনান্স ব্যাঙ্ক ১ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকার জন্য ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে। ইকুইটাস স্মল ফিনান্স ব্যাঙ্ক ৫ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা জমার উপর সুদ দিচ্ছে ৭.৫০ শতাংশ। উজ্জীবন স্মল ফিনান্স ব্যাঙ্ক ৫ লক্ষ টাকার বেশি জমার উপর দেবে ৭.৫০ শতাংশ সুদ। সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক সুদ দিচ্ছে ৭.২৫ শতাংশ।

Next Article