AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Stock Market: মোদী প্রধানমন্ত্রী হতেই ১০০০ শতাংশ বেড়েছে এই সব শেয়ার

Share Market: বিগত ৯ বছরে ভারত সর্বাধিক বিনিয়োগ হয়েছে শেয়ার মার্কেটে। বিশ্ব বাজারে বিনিয়োগের নিরিখেও তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত।  এমন ৪৪টি স্টক রয়েছে, যা বিগত ৯ বছরে ১০০০ শতাংশ রিটার্ন দিয়েছে। আবার কিছু শেয়ার তো ৩০০০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে।

Stock Market: মোদী প্রধানমন্ত্রী হতেই ১০০০ শতাংশ বেড়েছে এই সব শেয়ার
ফাইল চিত্রImage Credit: Twitter
| Updated on: Jan 23, 2024 | 3:43 PM
Share

নয়া দিল্লি: ১০ বছর পূরণ হতে চলেছে মোদী সরকারের। চলতি বছরেই রয়েছে লোকসভা নির্বাচন। আরও ৫ বছরের জন্য ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি। বিগত ১০ বছরে একাধিক উন্নয়নের সাক্ষী রয়েছে দেশ। তবে শুধু শিল্প বা পরিকাঠামোই নয়, শেয়ার বাজারেরও হাল ফিরেছে প্রধানমন্ত্রী মোদীর আমলে। শুধুমাত্র দেশেরই নয়, বিদেশি প্রচুর বিনিয়োগ এসেছে এই বিগত ৯ বছরে। এই শেয়ারগুলি দারুণ রিটার্নও দিয়েছে। বিগত ৯ বছরে এমন ৪৪টি স্টক রয়েছে, যা ১০০০ শতাংশ রিটার্ন দিয়েছে। এই স্টকগুলি কোনগুলি, জানেন? এতে বিনিয়োগ করে মালামাল হতে পারেন আপনিও।

বিগত ৯ বছরে ভারত সর্বাধিক বিনিয়োগ হয়েছে শেয়ার মার্কেটে। বিশ্ব বাজারে বিনিয়োগের নিরিখেও তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত।  এমন ৪৪টি স্টক রয়েছে, যা বিগত ৯ বছরে ১০০০ শতাংশ রিটার্ন দিয়েছে। আবার কিছু শেয়ার তো ৩০০০ শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে।

যেমন, বাজাজ ফিন্যান্সের স্টকগুলি বিগত ৯ বছরে ৩২৮০ শতাংশ রিটার্ন দিয়েছে। বাজাজ ফিনসার্ভের স্টকগুলি ১৫১৩ শতাংশ রিটার্ন দিয়েছে।

আবার ক্লাউড সলিউশন প্ল্যাটফর্ম টানলার স্টক বিগত ৯ বছরে ১১৩২৫ শতাংশ রিটার্ন দিয়েছে। ২০১৪ সালে যে স্টকের মূল্য ছিল মাত্র ৬ টাকা, তা ২০২৩ সালে তিন অঙ্কে পৌঁছেছে।

সেরা কিছু স্টক-

  • টানলা প্ল্যাটফর্ম- ১১৩২৫ শতাংশ রিটার্ন দিয়েছে।
  • কেইআই ইন্ডাস্ট্রিজ- ৭৭৫২ শতাংশ রিটার্ন দিয়েছে।
  • ইউএনও মিন্ডা- ৬৫৮৪ শতাংশ রিটার্ন দিয়েছে।
  • ওলেক্ট্রা গ্রিনটেক- ৫৬৭৮ শতাংশ রিটার্ন দিয়েছে।
  • অ্যাপোলো টিউবস- ৪৭৭০ শতাংশ রিটার্ন দিয়েছে।
  • জেবিএম অটো- ৩৯৪৫ শতাংশ রিটার্ন দিয়েছে।