
H&M, Marks & Spencer বা Levi’s-এর মতো বিদেশি সংস্থার পোশাক তো পরেন। কিন্তু জানেন সেই সব বিদেশি জামাকাপড় কোথায় তৈরি হয়? এই সব কোম্পানির জামাকাপড় তৈরি করে বেঙ্গালুরুর সংস্থা শাহি এক্সপোর্টস। দেশের মোট ৮টি রাজ্যে ৫০-এর বেশি কারখানা রয়েছে সংস্থাটির। এ ছাড়াও রয়েছে ৩টি টেক্সটাইল মিল।
H&M, Marks & Spencer, Levi’s ছাড়াও Tommy Hilfiger, Columbia Sports Wear-এর মতো সংস্থার পোশাকও তৈরি করে শাহি এক্সপোর্টস। ১৯৭৪ সালে সরলা আহুজা এই সংস্থাটি শুরু করেন। বর্তমানে এই সংস্থায় প্রায় ১ লক্ষ কর্মচারী কাজ করেন। এ ছাড়াও এই সংস্থা নারী ক্ষমতায়নের জন্যও কাজ করে। তথ্য বলছে, এই সংস্থা বছরে প্রায় ৮ কোটি জামাকাপড় তৈরি করে।
শাহি এক্সপোর্টস ছাড়া বোম্বে রেয়ন ফ্যাশনস ও অরবিন্দ লিমিটেডও পোশাক তৈরি করে। তবে তারা সংখ্যায় শাহি এক্সপোর্টসকে ছুঁতেও পারে না। বাংলাদেশের অভ্যন্তরীন অবস্থা ভাল না হওয়ায় এবার সে দেশের বাজার থেকে বিদেশি ক্রেতা ভারতে চলে আসছেন আর এতেই রমরমা বেড়েছে শাহি এক্সপোর্টসের।