Home Loan: নতুন বাড়ি কিনবেন? কম সুদে লোন দিচ্ছে এই ১০টি ব্যাঙ্ক, পূরণ করুন স্বপ্ন

Home Loan insurance: যাঁর ফলে মাসিক ইএমআইতে কোনও প্রভাব না পড়লেও ঋণের মেয়াদ অনেকটাই বেড়ে যাবে। যাঁরা নতুন করে গৃহঋণ নেওয়ার কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে বাড়তি আর্থিক চাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল।

Home Loan: নতুন বাড়ি কিনবেন? কম সুদে লোন দিচ্ছে এই ১০টি ব্যাঙ্ক, পূরণ করুন স্বপ্ন
প্রতীকী চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Sep 07, 2022 | 12:30 PM

কলকাতা: গতমাসেই রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া রেপোরেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৪০ শতাংশ করেছে। শেষ দুমাসে দেশের প্রধান ব্যাঙ্ক রেপো রেট ১.৪০ শতাংশ বাড়িয়েছে। যাঁদের মাথায় এই মুহূর্তে গৃহঋণের বোঝা রয়েছে তাদের অতিরিক্ত অর্থ গুনতে হবে বলেই মনে করা হচ্ছে। যাঁর ফলে মাসিক ইএমআইতে কোনও প্রভাব না পড়লেও ঋণের মেয়াদ অনেকটাই বেড়ে যাবে। যাঁরা নতুন করে গৃহঋণ নেওয়ার কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে বাড়তি আর্থিক চাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল। আপনি যদি একটি হোম লোনের জন্য সমীক্ষা করতে থাকেন তবে আপনার ক্রেডিট স্কোর আগে থেকে মূল্যায়ন করা বুদ্ধিমানের কাজ হবে। যে ঋণগ্রহিতা ক্রেডিট স্কোর ৭৫০ এর বেশি এবং স্থায়ী আয় রয়েছে সময়মতো ঋণ পরিশোধ করলে রেপো রেট থেকে প্রায় ২৫০-২৭৫ বেসিস পয়েন্টের প্রিমিয়ামে হোম লোনের অফার পেতে পারেন, যা এই মুহূর্তে ৫.৪০ শতাংশ। সেই কারণে যাঁরা হোম লোন নিয়ে নিজের স্বপ্নের বাড়ি কেনার চেষ্টা করছেন, তাদের সব ব্যাঙ্কের লোনের হারই যাচাই করে নেওয়া প্রয়োজন। যে সেরা ১০টি ব্যাঙ্কে হোম লোনের সুদের হার সব থেকে কম, তা এক নজরে দেখে নেওয়া যাক….

কোন ব্যাঙ্কে হোম লোনে সুদের হার কত? 

সেন্ট্রাল ব্যাঙ্ক: ৭.২০- ৭.৬৫ শতাংশ

ব্যাঙ্ক অব ইন্ডিয়া: ৭.৮০- ৯.৬৫ শতাংশ

ব্যাঙ্ক অব মহারাষ্ট্র: ৭.৮০- ৯.৭০ শতাংশ

ইউকো ব্যাঙ্ক: ৭.৯০- ৮.১০ শতাংশ

ইন্ডিয়ান ব্যাঙ্ক: ৭.৯০- ৮.৪০ শতাংশ

পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক: ৭.৯০- ৯.০ শতাংশ

ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া: ৭.৯০- ৯.৪০ শতাংশ

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া: ৮.০৫- ৮.৬৫ শতাংশ

আইডিবিআই ব্যাঙ্ক: ৮.০- ১১.১৫ শতাংশ

ক্যানারা ব্যাঙ্ক: ৮.০৫- ১০.৩০ শতাংশ