Bank Balance Rule: ১০ হাজার টাকা মিনিমাম ব্যালেন্স না রাখলেই জরিমানা, সর্বোচ্চ ৬০০ টাকা কেটে নিতে পারে এই ব্যাঙ্ক!

Minimum Balance: এই নিয়মের আওতায় আগামী ১ অগস্ট থেকে এই ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে মুহূর্তেই কেটে যেতে পারে ৬০০ টাকা।

Bank Balance Rule: ১০ হাজার টাকা মিনিমাম ব্যালেন্স না রাখলেই জরিমানা, সর্বোচ্চ ৬০০ টাকা কেটে নিতে পারে এই ব্যাঙ্ক!
Image Credit source: Craig Hastings/Moment/Getty Images

Jul 02, 2025 | 12:45 PM

দেশের প্রায় সকল মানুষেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। কারও রয়েছে কোনও সরকারি ব্যাঙ্কে। আবার কারও রয়েছে কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে। তবে, যে ব্যাঙ্কেই অ্যাকাউন্ট থাক না কেন, সব ব্যাঙ্কই ‘ডিপোজিট ইন্সিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারেন্টি কর্পোরেশন’ বা DICGC-এর অধীনে বিমার আওতায় থাকে। আবার বিভিন্ন ব্যাঙ্কের বিভিন্ন ধরণের নিয়মও থাকে। যে নিয়ম না মানলে গ্রাহককে মোটা অঙ্কের জরিমানার মুখে পড়তে হয়।

ভারতের বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কের মধ্যে ডিবিএস ব্যাঙ্ক অন্যতম একটি প্রতিষ্ঠান। এবার তারা গ্রাহকদের জন্য একটা নতুন নিয়ম নিয়ে এসেছে। এই নিয়মের আওতায় আগামী ১ অগস্ট থেকে ডিবিএস ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে মুহূর্তেই কেটে যেতে পারে ৬০০ টাকা।

নতুন নিয়ম অনুযায়ী ডিবিএস ব্যাঙ্ক জানিয়েছে আগামী ১ অগস্ট থেকে কোনও অ্যাকাউন্ট হোল্ডারের যদি নূন্যতম ব্যালেন্স না থাকে তাহলে যত টাকা কম রয়েছে, তার ৬ শতাংশ কেটে নেবে ব্যাঙ্ক।

মনে করুন, আপনার অ্যাকাউন্টের নূন্যতম ব্যালেন্স ১০ হাজার টাকা। কোনও কারণে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স হয়ে গিয়েছে ১ হাজার টাকা। সেই ক্ষেত্রে ৯ হাজার টাকার উপর ৬ শতাংশ অর্থাৎ, ৫ হাজার ৪০০ টাকা কেটে নেবে ব্যাঙ্ক। সম্প্রতি এই নির্দেশিকা গ্রাহকদের জানিয়ে সতর্ক করেছে এই ব্যাঙ্ক।