আর কিছুদিনের অপেক্ষা। আগামী ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য সরকারের আয়-ব্যয়ের প্রস্তাব নিয়ে হাজির হবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Union Finance Minister) নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। ১ ফেব্রুয়ারিই বাজেট (Union Budget 2023) পেশ করবেন নির্মলা। বুধবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই বাজেট পেপারলেস হবে। অর্থাৎ, খাতা-কলমে এই বাজেট পেশ করা হবে না। যেমনটাই ২০২১ ও ২০২২ সালের বাজেট পেশে হয়েছিল। কোভিডকালে সংক্রমণ এড়াতেই পেপারলেস বাজেট (Paperless Budget) চালু করা হয়েছিল।
অর্থ মন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়েছে, “গত দুটি কেন্দ্রীয় বাজেটের মতোই ২০২৩-২৪ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটও পেপারলেস ভাবেই পেশ করা হবে। ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে।” প্রসঙ্গত, আজ প্রতি বছরের রীতি মেনে নর্থ ব্লকের ভিতরে বাজেট প্রেসে হালওয়া বানাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
প্রসঙ্গত, কোনও অর্থবর্ষের আয়-ব্যয়ের প্রস্তাব হল কেন্দ্রীয় বাজেট। কোভিড-১৯ অতিমারির কারণে ২০২১ সালের ১ ফেব্রুয়রি প্রথম ডিজিটাল ফরম্যাটে পেশ হয় কেন্দ্রীয় বাজেট। ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপের মাধ্যমেই এই বাজেট প্রস্তাব পেশ হয়। নিজেদের স্মার্টফোনে এই অ্যাপে বাজেট সম্পর্কিত তথ্য পেতে পারেন যে কেউ।
এই অ্যাপের বিষয়ে কিছু তথ্য: