
নয়া দিল্লি: সুরক্ষিত ভবিষ্যতের জন্য সঞ্চয় অত্যন্ত জরুরি। আজকের দিনে দাঁড়িয়ে সেই প্রয়োজনীয়তাটা মহিলাদের জন্য আরও বেশি। সময়ের সঙ্গে সঙ্গে স্বাবলম্বী হয়েছেন মহিলারা। অর্থ সঞ্চয়ের ক্ষেত্রেও তারা আত্মনির্ভর। তবে শুধু তো টাকা জমা রাখলেই হবে না, তার থেকে ভাল রিটার্ন পাওয়াও জরুরি। মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প বা স্কিম রয়েছে। এর মধ্য়ে কোনটি সবথেকে বেশি লাভজনক, তারই সন্ধান রইল এই প্রতিবেদনে।
নিশ্চিত ও নিরাপদ বিনিয়োগের ক্ষেত্রে অনেকেই যেমন ফিক্সড ডিপোজিটে ভরসা রাখেন। তেমনই আবার আরেকটি নিশ্চিত বিনিয়োগের অপশন হল মহিলা সম্মান সঞ্চয় সার্টিফিকেট। দুই অপশনেই কত সুদ মেলে, কী কী সুবিধা রয়েছে, তা জেনে নিন-
নারীদের বিনিয়োগে উৎসাহিত করার জন্য কেন্দ্রীয় সরকার শুরু করে মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প। এই স্কিমটির মেয়াদ ২ বছর। এই প্রকল্পটি ৩১ মার্চ, ২০২৫-এ শেষ হবে। এই প্রকল্পের অধীনে বিনিয়োগের উপর একটি নির্দিষ্ট সুদ প্রদান করে সরকার। বর্তমানে বার্ষিক ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যায়। প্রতি ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হারে সুদ অ্যাকাউন্টে জমা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই স্কিমে ১,০০০ টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যেতে পারে।
যদি একই অর্থ কোনও ব্যাঙ্কে ২ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন, তবে কত টাকা পাবেন, তার হিসাবও দেখে নিন-
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় (SBI) বর্তমানে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে বার্ষিক ৩ শতাংশ থেকে ৭.১০ শতাংশ হারে সুদ পাওয়া যায়। ১ বছর থেকে ২ বছরের কম সময়ের মেয়াদে এসবিআই ৬.৮০ হারে সুদ প্রদান করে।
বেসরকারি ব্যাঙ্ক, এইচডিএফসি ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের জন্য বার্ষিক ৩ শতাংশ থেকে ৭.৩৫ শতাংশ হারে সুদ দেয়। ১৮ মাস থেকে ২ বছরের কম মেয়াদের জন্য, এইচডিএফসি ব্যাঙ্ক ৭.২৫ শতাংশ হারে সুদ দেয়।
কানাড়া ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে বার্ষিক ৪ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ হারে সুদ দেয়। ১ বছরের বেশি এবং ২ বছরের কম মেয়াদের জন্য, কানাড়া ব্যাঙ্ক ৬.৮৫ শতাংশ হারে সুদ দেয়।
৭ দিন থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটে অ্যাক্সিস ব্যাঙ্ক বার্ষিক ৩ শতাংশ থেকে ৭.২৫ শতাংশ হারে সুদ দেয়। ১৫ মাস থেকে ২ বছরের মেয়াদের জন্য ৭.২৫ শতাংশ হারে সুদ অফার করে।
এই ব্যাঙ্কে ৭ দিন থেকে ১০ বছর মেয়াদের ফিক্সড ডিপোজিটের জন্য বার্ষিক ৩.৫০ শতাংশ থেকে ৭.৯৯ শতাংশ হারে সুদ দেয়।১ বছর ৫ মাস থেকে ১ বছর ৬ মাসের কম মেয়াদের এফডিতে বার্ষিক ৭.৯৯ শতাংশ এবং ১ বছর ৬ মাস থেকে ২ বছর মেয়াদের জন্য ৭.৭৫ শতাংশ হারে সুদ প্রদান করে।