
সোনার উপর কর ফাঁকি দিতে নতুন পন্থা নিয়েছে পাচারকারীরা। আগে যেখানে শরীরের কোনও জায়গায় বা লাগেজে লুকিয়ে বাইরের দেশ থেকে সোনা নিয়ে আসত পাচারকারীরা, এখন সেখানে বৈধভাবে সোনা পাচার করছে তারা। সংযুক্ত আরব আমিরশাহি, জাপান বা অস্ট্রেলিয়ার মতো দেশ থেকে ০ শতাংশ শুল্কে ভারতে ঢুকছে সোনা।
কিন্তু এমন কীভাবে হচ্ছে? আসলে পাচারকারীরা এখন সলিড সোনার বদলে গোল্ড কম্পাউন্ড নামের একধরণের রাসায়নিক পদার্থ বাইরের দেশ থেকে ভারতে পাঠাচ্ছে। তথ্য বলছে সংযুক্ত আরব আমিরশাহি, জাপান ও অস্ট্রেলিয়া থেকে ২০২৪-২৫ অর্থবর্ষে মোট ১ লক্ষ ১১ হাজার কেজি এই গোল্ড কম্পাউন্ড আমদানি করা হয়েছে ভারতে। এই রাসায়নিক পদার্থে প্রায় ১৫ শতাংশ খাঁটি সোনা থাকে। এই সোনা বিভিন্ন রাসায়নিক পরীক্ষাগারের মাধ্যমে ওই কম্পাউন্ড থেকে বের করে নেওয়া যায়।
গোল্ড কম্পাউন্ডে আমাদের সরকার কোনও শুল্ক নেয় না। অন্যদিকে, সোনার উপর এই শুল্কের পরিমাণ ৬ শতাংশ। আর এই কারণেই ২০২৪-২৫ অর্থবর্ষে প্রায় ৯০৬ কোটি টাকা শুল্কের ক্ষতি হয়েছে ভারতের।