LIC New Scheme: ধনী হতে চান? এই LIC স্কিম আপনার ভাগ্য ফেরাতে পারে, হবে নিশ্চিত লক্ষ্মীলাভ

Investment: এই স্কিমে টাকা রাখলে আপনি জীবন বিমার যাবতীয় সুরক্ষাও পাবেন। বিনিয়োগকারীরা ৪ লক্ষ ৮০ হাজার টাকা অবধি বিনিয়োগ কভার পাবেন।

LIC New Scheme: ধনী হতে চান? এই LIC স্কিম আপনার ভাগ্য ফেরাতে পারে, হবে নিশ্চিত লক্ষ্মীলাভ
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2022 | 9:20 AM

কলকাতা: বর্তমান সময়ে ভবিষ্যতের কথা মাথায় রেখে অনেকেই বিভিন্ন খাতে সঞ্চয় করে থাকেন। সাধারণ মধ্যবিত্তের সঞ্চয়ের মধ্যে জীবন বিমা খুবই জনপ্রিয়। জীবন বিমার বেছে নেওয়ার ক্ষেত্রে সাধারণত গ্রাহক এমন কোনও স্কিমই পছন্দ করেন যাতে ভবিষ্যতে অনেক বেশি লাভবান হওয়া যায়। আপনি যদি এলআইসিতে বিনিয়োগ করার কথা ভেবে থাকেন, তবে এই স্কিমটি আপনার জন্য খুবই উল্লেখযোগ্য বলে প্রমাণিত হতে পারে। এই স্কিমের নাম রেগুলার প্রিমিয়াম ইউনিট লিঙ্কড প্ল্যান (Regular Premium Unit Linked Plan)। এই প্রকল্পে বিনিয়োগ করে আপনি খুব অল্প সময়ে অনেক বেশি আর্থিক লাভের সুবিধা পেতে পারেন। যদি ধরে নেওয়া যায়, আপনি এই প্রকল্পে মাসিক ৪ হাজার টাক করে বিনিয়োগ করেন, তবে ২১ বছর পর এখান থেকে ৪৫ লক্ষ টাকার সুবিধা পেতে পারেন। এই স্কিমটি কেনার সঙ্গে সঙ্গে আপনার যাবতীয় আর্থিক সমস্যাও সমাধান হয়ে যেতে পারে।

এই স্কিমের সুযোগ-সুবিধা

এই স্কিমে টাকা রাখলে আপনি জীবন বিমার যাবতীয় সুরক্ষাও পাবেন। বিনিয়োগকারীরা ৪ লক্ষ ৮০ হাজার টাকা অবধি বিনিয়োগ কভার পাবেন। শুধু তাই নয় এই স্কিম থেকে আপনি ঋণের সুযোগ-সুবিধাও পেতে পারেন। কোনও গ্রাহকের যদি মনে হয়, তিনি আর এই স্কিম চালিয়ে যেতে চান না, তবে এই স্কিম নেওয়ার ৫ বছরের মধ্যে তা প্রত্যাহার করে নিতেও পারেন এবং এই কাজের জন্য আপনাকে খুব বেশি ঝক্কিও পোহাতে হবে না। এই স্কিমের জন্য আপনাকে কোনও ডিম্যাট অ্যাকাউন্টও খুলতে হবে না। এই স্কিমের গ্রাহকের যদি আকস্মিক মৃত্যু হয়, তবে নমিনি হিসেবে যাঁর নাম নথিভুক্ত থাকবেন, তিনি যাবতীয় আর্থিক সুযোগ-সুবিধা পাবেন।

কীভাবে লাভবান হবেন?

ধরে নেওয়া যাক আপনি ২১ বছরের জন্য এই স্কিমে টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিলেন। আপনি যদি প্রতিমাসে ৪ হাজার টাকা করে এই স্কিমে বিনিয়োগ করেন, তবে বছর শেষে আপনার মোট বিনিয়োগের পরিমাণ হবে ৪৮ হাজার টাকা। অর্থাৎ ২১ বছরে মোট বিনিয়োগের পরিমাণ হবে ১০ লক্ষ ৮ হাজার টাকা। এর ওপর আপনি পাবেন মোট ৩৪ লক্ষ ৯২ হাজার টাকা। সব মিলিয়ে ২১ বছর পর মেয়াদ শেষে আপনি ৪৫ লক্ষ টাকা পাবেন।