UIDAI: এই ভুলেই হতে পারে সর্বনাশ! এবার বাড়িতে বসেই ঠিক করে নিন Aadhaar Card!

Aadhaar Card: কিন্তু আপনার আধার কার্ডে কি কোনও তথ্যের গরমিল রয়েছে? তাহলে সাধু সাবধান! কারণ, আপনার ব্যাঙ্কের কেওয়াইসিতে যদি কোনও ভুল তথ্য চলে যায়? কী হবে ভাবতে পারছেন তো?

UIDAI: এই ভুলেই হতে পারে সর্বনাশ! এবার বাড়িতে বসেই ঠিক করে নিন Aadhaar Card!

Jun 20, 2025 | 7:10 AM

বর্তমানে যে কোনও ক্ষেত্রে পরিচয়পত্র হিসাবে ভোটার কার্ড, প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্সের চেয়েও বেশি ব্যবহৃত হয় আধার কার্ড। আগামী কিছুদিনের মধ্যেই কিউআর কোডের মাধ্যমে ইলেকট্রনিক পরিচয় প্রকাশের ব্যবস্থা চালু করতে পারে। যার ফলে কমবে আধার সংক্রান্ত প্রতারণা।

কিন্তু আপনার আধার কার্ডে কি কোনও তথ্যের গরমিল রয়েছে? তাহলে সাধু সাবধান! কারণ, আপনার ব্যাঙ্কের কেওয়াইসিতে যদি কোনও ভুল তথ্য চলে যায়? কী হবে ভাবতে পারছেন তো? ধরুণ আপনার ঠিকানায় থাকা হাওড়া বানান ভুল করে হয়ে গিয়েছে হাড়োয়া। হাওড়ায় আপনার কাছে আসার কথা যে চিঠির সেটা হয়তো চলে গেল অন্য কারও কাছে।

আর সেই কারণেই আধার কার্ডে থাকা যে কোনও ধরণের ভুল জলদি শুধরে নেওয়াই জরুরি। তবে এতদিন তার জন্য আধার সেন্টারের চক্কর কাটতে হত। আর এবার সেই কষ্ট দূর করার পরিকল্পনা করেছে UIDAI বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। আর এবার থেকে মানুষ বাড়িতে বসেই ঠিকানা, ফোন নম্বর, নাম ও জন্ম তারিখ বদলাতে পারবে। নভেম্বরে এই সুবিধা চালু করতে চলেছে ইউআইডিএআই। তবে শুধুমাত্র আঙুলের ছাপ ও চোখের রেটিনা স্ক্যান করানোর জন্যই আধার সেন্টারে যেতে হবে মানুষকে।