১ টাকার জোর কত জানেন? এই শেয়ার ৫ বছরেই বানিয়েছে ৪ কোটি টাকার মালিক

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 18, 2024 | 9:45 AM

Share Market: রিয়েলিটি স্টক গত এক মাসে শেয়ারহোল্ডারদের প্রায় ২ শতাংশ রিটার্ন দিয়েছে। গত ৬ মাসে, হুজুর মাল্টি প্রজেক্টের শেয়ারের দাম প্রায় ১৩০ টাকা থেকে বেড়ে ৩৮১ টাকা হয়েছে। অর্থাৎ মাত্র ৬ মাসেই কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৯০ শতাংশ রিটার্ন দিয়েছে।

১ টাকার জোর কত জানেন? এই শেয়ার ৫ বছরেই বানিয়েছে ৪ কোটি টাকার মালিক
ফাইল চিত্র
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: শেয়ার বাজারে এসেছে জোয়ার। বিগত কয়েক বছরে রিয়েল এস্টেট খাতে ব্যাপক বৃদ্ধি দেখা গিয়েছে। রিয়েল এস্টেট কোম্পানিগুলির শেয়ারেও উত্থান দেখা গিয়েছে। এর মধ্যেই এমন কিছু মাল্টিব্যাগার  স্টক রয়েছে, যা বিগত ৫ বছরে বিপুল রিটার্ন দিয়েছে। এই সংস্থাগুলির শেয়ারে যদি বিনিয়োগ করতেন ৫ বছর আগে, তবে আজ কোটিপতি হয়ে যেতেন, কারণ এই সংস্থার শেয়ার ৩৮০০০ শতাংশ রিটার্ন দিয়েছে। এমনই একটি সংস্থা হল হুজুর মাল্টি প্রজেক্টস লিমিটেড। ২০১৯ সালের মার্চ মাসে এই সংস্থার শেয়ারের মূল্য ছিল মাত্র ১ টাকা। আজ ২০২৪ সালে এসে সেই শেয়ারের দাম পৌঁছেছে ৩৮০ টাকায়। গত ৫ বছরে সংস্থার পেনি স্টক ৩৮১ গুণ বেড়েছে। ৩৮০০০ রিটার্ন দিয়েছে এই শেয়ার। যদি কেউ এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তবে ৩.৮১ কোটি টাকা রিটার্ন পেতেন আজ।

রিয়েলিটি স্টক গত এক মাসে শেয়ারহোল্ডারদের প্রায় ২ শতাংশ রিটার্ন দিয়েছে। গত ৬ মাসে, হুজুর মাল্টি প্রজেক্টের শেয়ারের দাম প্রায় ১৩০ টাকা থেকে বেড়ে ৩৮১ টাকা হয়েছে। অর্থাৎ মাত্র ৬ মাসেই কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৯০ শতাংশ রিটার্ন দিয়েছে।

গত এক বছরে, মাল্টিব্যাগার রিয়েলটি স্টক শেয়ার প্রতি প্রায় ৯৯.৬০ টাকা থেকে বেড়ে ৩৮১ টাকা হয়েছে,  প্রায়২৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে শেয়ার দর। একইভাবে, গত পাঁচ বছরে, এই রিয়েল এস্টেট স্টক একটি মাল্টিব্যাগার পেনি স্টকে পরিণত হয়েছে। এই সময়ের মধ্যে কোম্পানির শেয়ার ১ টাকা থেকে ৩৮১ টাকা বেড়েছে।

১ লাখ থেকেই ৩.৮১ কোটি-

এই মাল্টিব্যাগার স্টকে যদি কোনও বিনিয়োগকারী এক মাস আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজ তার মূল্য ১.০২ লক্ষ টাকা হয়ে যেত। কোনও বিনিয়োগকারী যদি ছয় মাস আগে এই স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন, তাবে আজ এর মূল্য হত ২৯০ লক্ষ টাকা।

যদি কোনও বিনিয়োগকারী এক বছর আগে এই স্টকটিতে ১ লাখ টাকা বিনিয়োগ করতেন, তবে আজ  ৩.৮০ লাখ টাকা রিটার্ন পেতেন। একই হিসাবে যদি একজন বিনিয়োগকারী ১ টাকার শেয়ার প্রতি ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তবে আজ এর মূল্য ৩.৮১ কোটি টাকা রিটার্ন পেতেন।

Next Article