Scottish Island Sell: কলকাতার 2BHK ফ্ল্যাটের দামে কিনে নিতে পারবেন স্কটল্য়ান্ডের আস্ত একটা দ্বীপ!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Apr 25, 2023 | 7:44 AM

Real Estate: অসাধারণ সুন্দর দেখতে এই দ্বীপে নুড়ি পাথর দিয়ে সাজানো একটি সমুদ্র সৈকত রয়েছে। এখানে আপনি বোটে চেপে আসতে পারেন। পায়ে হেঁটে বা ট্রাক্টর কিংবা কোয়াডবাইকে চেপেও যাওয়া যায়।  জনমানবহীন এই দ্বীপ বিক্রির দায়িত্বে রয়েছে গালব্রেইথ গ্রুপ।

Scottish Island Sell: কলকাতার 2BHK ফ্ল্যাটের দামে কিনে নিতে পারবেন স্কটল্য়ান্ডের আস্ত একটা দ্বীপ!
স্কটল্য়ান্ডের এই দ্বীপ বিক্রি হচ্ছে।

Follow Us

এডিনবার্গ: মূল্যবৃদ্ধির যুগে দাম বাড়ছে সবকিছুরই। কলকাতা বা অন্য কোনও মেট্রো শহরে বিলাসবহুল দুই বা তিন কামরার ফ্ল্যাট কিনতেই খরচ পড়ে প্রায় কোটি টাকা। কিন্তু যদি বলা হয় এই টাকাতে আপনি আস্ত একটা দ্বীপ কিনে ফেলতে পারেন? অবিশ্বাস্য মনে হলেও, সত্যিই বিক্রি হচ্ছে একটা দ্বীপ। তাও আবার দেশে নয়, বিদেশে। স্কটল্যান্ডের (Scotland) দক্ষিণ উপকূলে একটি দ্বীপ বিক্রি করা হচ্ছে। বারলোক্কো  নামক এই ছোট্ট দ্বীপের দাম  ১ লক্ষ ৯০ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক দেড় কোটি টাকার কাছাকাছি। ২৫ একর জমির এই দ্বীপে রয়েছে একটি ‘ফ্লাড পন্ড’ও, যার মাধ্যমে শীতকালেও জল সরবরাহ বজায়   থাকে। দ্বীপে বসবাসকারী বন্যপ্রাণীরা এই জল খেয়েই বেঁচে থাকে।

অসাধারণ সুন্দর দেখতে এই দ্বীপে নুড়ি পাথর দিয়ে সাজানো একটি সমুদ্র সৈকত রয়েছে। এখানে আপনি বোটে চেপে আসতে পারেন। পায়ে হেঁটে বা ট্রাক্টর কিংবা কোয়াডবাইকে চেপেও যাওয়া যায়।  জনমানবহীন এই দ্বীপ বিক্রির দায়িত্বে রয়েছে গালব্রেইথ গ্রুপ। ওই গ্রুপের কর্মী অ্যারন এডগার, যিনি এই দ্বীপ বিক্রির বিষয়টি দেখভাল করছেন, তিনি বলেন, “স্কটিশ প্রাইভেট এই দ্বীপের মালিকানার মধ্যে একটা আলাদা রোমান্টিক অনুভূতি রয়েছে। দৈনিক ব্যস্ততার জীবন থেকে মুক্তি পেতে এবং নিরিবিলিতে শান্তিতে একটু সময় কাটাতে এই দ্বীপে যেতে পারেন।”

এডগার জানিয়েছেন, এই দ্বীপ থেকে নিকটতম শহর ৬ কিলোমিটার দূরে অবস্থিত। কাছের ট্রেন স্টেশনে পৌঁছতে সময় লাগে এক ঘণ্টা। লন্ডন ও এডিনবার্গ শহর থেকে এই দ্বীপের দূরত্ব যথাক্রমে ৩৫০ ও ১০০ মাইল। এই দ্বীপ জনমানবহীন হওয়ায় যিনি এই দ্বীপ কিনবেন, তিনি নিজের মতো করে নির্মাণ পরিকল্পনা করতে পারবেন।

কী কী রয়েছে এই দ্বীপে?

জনমানবহীন এই দ্বীপে প্রাকৃতিক সৌন্দর্য্যের কোনও কমতি নেই। রক সি ল্যাভেন্ডার, অর্কিডের মতো বিরল প্রজাতির বিভিন্ন গাছ যেমন রয়েছে, তেমনই গ্রেট ব্ল্য়াক বিকড গালের মতো নানা বন্যপ্রাণীও দেখা যায়। তবে এই দ্বীপে সমস্যা একটাই, ফ্লাড পন্ড ছাড়া প্রাকৃতিক জল সরবরাহের আর কোনও ব্য়বস্থা নেই।

Next Article