Tata Electronics: টাটার কিস্তিমাত! হাজার হাজার চাকরি হবে, কমবে ফোনের দাম!

Tata Group: গুজরাটের ঢোলেরা ইনভেস্টমেন্ট রিজিয়নে ৯১ হাজার কোটি টাকা বিনিয়োগে দেশের প্রথম সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন ইউনিট তৈরি করতে চলেছে টাটা।

Tata Electronics: টাটার কিস্তিমাত! হাজার হাজার চাকরি হবে, কমবে ফোনের দাম!

Jun 18, 2025 | 10:10 AM

এবার আসরে নেমেছে টাটা গ্রুপ। ঘোষণা আগেই করা ছিল আর এবার গুজরাটের ঢোলেরায় কারখানা তৈরি করছে চলেছে টাটা। এই কারখানার জন্য প্রায় ১ হাজার ৫০০ থাকার অ্যাপার্টমেন্ট তৈরি করে দেবে গুজরাট সরকার। যেখানে টাটা গ্রুপের কর্মচারীরা বা ঢোলেরার কারখানার যাঁরা ভেন্ডর, তাদের কর্মচারীরা থাকবেন।

ঢোলেরা ইনভেস্টমেন্ট রিজিয়নে ৯১ হাজার কোটি টাকা বিনিয়োগে দেশের প্রথম সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন ইউনিট তৈরি করতে চলেছে টাটা। আর টাটার এই সেমিকন্ডাক্টর কারখানা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সব মিলিয়ে প্রায় ২০ হাজার চাকরির সুযোগ তৈরি করবে বলে জানা গিয়েছে।

গুজরাট সরকার ইতিমধ্যেই ১ হাজার অ্যাপার্টমেন্ট তৈরির কাজ শুরু করে দিয়েছে। বাকি ৫০০ অ্যাপার্টমেন্ট তৈরি হয়ে গিয়েছে আগেই। আশা করা হচ্ছে, আগামী বছর ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে ওই ১ হাজার অ্যাপার্টমেন্ট তৈরির কাজ শেষ হয়ে যাবে।

উল্লেখ্য, টাটার এই কারখানা উদ্বোধনের সময়ই দেশের তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছিলেন, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এই কারখানায় চিপ তৈরি হওয়া শুরু হয়ে যাবে।

প্রসঙ্গত, দেশের মধ্যে সেমিকন্ডাক্টর কারখানা তৈরি হলে তাতে লাভবান হবেন দেশের মানুষই। তাহলে ভারতকে আর বাইরের দেশ থেকে বিভিন্ন প্রয়োজনে চিপ আমদানি করতে হবে না। ফলে, যে সব সংস্থা ভারতে মোবাইল তৈরি করে তারাও বাইরের দেশ থেকে চিপ আমদানি করার বদলে ভারতে তৈরি চিপই ব্যবহার করতে পারবে। আর এতে মোবাইলের দাম অনেকাংশে কমে যেতে পারে।