
এবার ভারতীয় রেলের সঙ্গে গাঁটছড়া বাঁধল আমেরিকান বহুজাতিক পরিবহন সংস্থা উবর। দেশের দুই ব্যস্ততম স্টেশন, আমেদাবাদ আর হাওড়াতে নতুন এই পরিষেবা শুরু করছে তারা। এর ফলে ট্রেন থেকে নেমে ট্যাক্সি বা ক্যাব ধরার হয়রানি অনেকটাই কমবে বলে আশা করছেন যাত্রী থেকে প্রশাসন।
বিশেষ করে হাওড়া স্টেশনের জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন প্রায় ১০ লক্ষ যাত্রী এই স্টেশন ব্যবহার করেন। তাঁদের সুবিধার জন্য এবার থেকে স্টেশনেই থাকবে Uber-এর বিশেষ কিয়স্ক। যাত্রীদের সঠিক গাড়ি খুঁজে দিতে ও তাঁদের জন্য সুবিধাজন জায়গা থেকে পিক-আপ নিশ্চিত করতে সেখানে উপস্থিত থাকবেন উবারের কর্মীরা। প্রয়োজনে হাওড়া স্টেশনের ভিতরের ক্যাব রোড থেকেই হয়তো এই পরিষেবা পেতে পারবেন সাধারণ যাত্রীরা।
উবার ইন্ডিয়ার ডিরেক্টর শিবা শৈলেন্দ্রন জানিয়েছেন, এই অংশীদারিত্বের মূল লক্ষ্য হল যাত্রীদের জন্য একটি বাধাহীন পরিবহন ব্যবস্থা তৈরি করা। রেল ও সড়কপথকে এভাবে যুক্ত করে যাত্রার অভিজ্ঞতা আরও সহজ করে তোলাই তাদের উদ্দেশ্য।
ট্রেন থেকে নামার পর স্টেশনে উবরের নির্দিষ্ট কিয়স্কে যেতে হবে। সেখানে উপস্থিত কর্মীরাই আপনাকে অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করতে এবং সঠিক পিক-আপ পয়েন্টে পৌঁছতে সাহায্য করবেন। ফলে, স্টেশন থেকে বাইরে বেরিয়ে ক্লান্ত অবস্থায় চালকদের সঙ্গে দর কষাকষি বা গাড়ি খোঁজার প্রয়োজন পড়বে না।
এই নতুন ব্যবস্থা শুধু যাত্রীদের চাপই কমাবে না, চালকদের জন্যও নিশ্চিত ট্রিপের সুযোগ তৈরি করবে।