কলকাতা: গুজরাটের মেট্রো প্রকল্পের বরাত পেল বাংলার সংস্থা। টীটাগড় ওয়াগন বা টীটাগড় রেল সিস্টেমে তৈরি হবে সেই মেট্রো। গুজরাট রেল কর্পোরেশনের মেট্রো প্রকল্পের জন্য ৩৫০ কোটি টাকার বরাত দেওয়া হয়েছে ওই সংস্থাকে। মেট্রো নির্মাণ করা, নকশা তৈরি করার পাশাপাশি সেগুলি পরীক্ষার করার দায়িত্বও থাকবে টীটাগড় ওয়াগনের হাতে। জানা গিয়েছে আমেদাবাদ মেট্রো রেল প্রজেক্টের জন্য এই বরাত দেওয়া হয়েছে।
টীটাগড় রেল সিস্টেমের ডিরেক্টর পৃথ্বীশ চৌধুরী জানিয়েছেন, ৭০ সপ্তাহের মধ্যে ওই মেট্রোর রেক তৈরি করতে হবে। হুগলির উত্তরপাড়ায় ওই সংস্থার যে প্লান্ট রয়েছে, সেখানেই তৈরি হবে ওই রেক। ৯৪ সপ্তাহের মধ্যে সেগুলি আমেদাবাদে পৌঁছনোর কথা।
মোট ১০ টি ট্রেনের রেক তৈরি হওয়ার কথা আছে এই বরাত অনুযায়ী। গুজরাটের আমেদাবাদের এই দ্বিতীয় মেট্রো প্রজেক্টের মোট খরচ পড়ছে ১৩ হাজার ৫০০ কোটি টাকা। বর্তমানে মেট্রোর যে লাইন আছে, তার সঙ্গে আরও ২৮.২ কিলোমিটার যুক্ত হবে এই প্রকল্পে।
এর আগে আমেদাবাদের প্রথম মেট্রো প্রকল্পটির জন্যও ৮৫০ কোটি টাকার বরাত পেয়েছিল এই টীটাগড় ওয়াগন। সুরাট মেট্রো প্রকল্পের ২৪টি মেট্রো তৈরি হয়েছিল সেখানে। এছাড়াও দেশের আরও অনেক মেট্রো প্রকল্পের কাজ করেছে টীটাগড় রেল সিস্টেম।