Titan-এর শেয়ার দরে ৫ শতাংশের বেশি পতন, ঝুনঝুনওয়ালা পরিবারের ক্ষতি হল প্রায় ৯০০ কোটি!

Jhunjhunwala Family: এক ধাক্কায় প্রায় ৫.৫২ শতাংশ পড়ে যায় টাইটানের শেয়ারের দর। মার্কেট ক্যাপ গিয়ে দাঁড়ায় ৩ লক্ষ ৭ হাজার ৬১৮ কোটি টাকায়।

Titan-এর শেয়ার দরে ৫ শতাংশের বেশি পতন, ঝুনঝুনওয়ালা পরিবারের ক্ষতি হল প্রায় ৯০০ কোটি!
Image Credit source: ThinkNeo/DigitalVision Vectors/Getty Images

Jul 09, 2025 | 3:24 PM

৮ জুলাই টাইটানের বার্ষিক ফলাফল প্রকাশিত হয়েছে। আর তারপরই শেয়ার বাজারে একটা জোর ধাক্কা খায় টাইটান। এক ধাক্কায় প্রায় ৫.৫২ শতাংশ পড়ে যায় সংস্থার শেয়ারের দর। মার্কেট ক্যাপ গিয়ে দাঁড়ায় ৩ লক্ষ ৭ হাজার ৬১৮ কোটি টাকায়। আর টাইটানের এই ধাক্কা গিয়ে লাগে রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওতে।

রেখা ঝুনঝুনওয়ালার কাছে এই মুহূর্তে টাইটানের ৫.১৫ শতাংশ শেয়ার রয়েছে। আর টাইটানের ধাক্কায় প্রায় ৯০০ কোটি টাকা ক্ষতি হয় রেখা ঝুনঝুনওয়ালার।

উল্লেখ্য, টাইটান গোটা দেশে ১৯টা নতুন স্টোর উদ্বোধন করেছে। এর মধ্যে তানিশকের ৩টে, মিয়া-র ৭টা ও ক্যারাটলেনের ৯টা স্টোর রয়েছে। এ ছাড়াও টাইটানের অ্যানালগ ঘড়ির বিক্রিও বেড়েছে। গত ১ বছরে প্রায় ২৩ শতাংশ বেড়েছে টাইটানের ঘড়ির বিক্রি। এ ছাড়াও বেড়েছে টাইটানের চশমার ডিভিশনের উপার্জনও।

জুনের মাঝামাঝি চড়চড়িয়ে বেড়েছিল সোনার দাম। আর সেই দাম বাড়ার পরও বেশ ভাল লাভ করেছে টাইটান। টাইটানের সমস্ত জুয়েলারি ব্র্যান্ড অর্থাৎ, তানিশক, মিয়া ও জোয়ার দেশের বাজারে ভালই বিক্রিবাটা হয়েছে। অন্যদিকে, সংখ্যা ও অর্থ দুই ক্ষেত্রেই লাফিয়ে বেড়েছে ঘড়ির ব্যবসা।