
হাইওয়ে দিয়ে গাড়ি নিয়ে কোথাও যাওয়া আসা করলেই টোল প্লাজায় খরচের কথা ভেবে মন খারাপ হয়? সেই ক্ষেত্রে টোল বাঁচানোর একাধিক উপায় রয়েছে। যে উপায়গুলো জানলে টোলের খরচে বেঁচে যাবে অনেকাংশে।
টোল প্লাজায় রয়েছে ১০ সেকেন্ড নিয়ম। অর্থাৎ, কোনও ফাসট্যাগ লাগানো গাড়ি টোল প্লাজায় ফাসট্যাগ লেনের লাইনে ১০ সেকেন্ডের বেশি অপেক্ষা করলে তার টোল মকুব হয়ে যাবে। তারপর টোল ছাড়াই সেই গাড়ি টোল প্লাজা পেরিয়ে যেতে পারবে।
যে সব গাড়ি গ্লোবাল নেভিগশন স্যাটেলাইট সিস্টেম বা GNSS ব্যবহার করে, তাদের গাড়ি হাইওয়েতে প্রথম ২০ কিলোমিটার কোনও টোল ছাড়াই যেতে পারবেন। এ ছাড়াও সেনাবাহিনীর গাড়ি, অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা সব গাড়িকেও টোল ট্যাক্স দিতে হয় না।
এ ছাড়াও যাঁরা বৈদ্যুতিক গাড়ি ও বৈদ্যুতিক বাসের জন্য মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে, মুম্বই-নাগপুর সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে ও অটল সেতুতে আগামী ৫ বছরের জন্য কোনও ধরনের টোল নেওয়া যাবে না, ঘোষণা করেছে প্রশাসন।