Share Market: কেউ হলেন লাখপতি, কেউ বা কোটিপতি! শেয়ার বাজারে ‘বুল রান’ নিল যে IPO গুলি

Avra Chattopadhyay |

Dec 30, 2024 | 3:41 PM

Share Market: IPO তে বিনিয়োগ করে কেউ হয়েছে লাখপতি, কেউ আবার কোটিপতি। একনজরে এ বছর বাজার কাঁপাল যে সংস্থার IPO গুলি।

Share Market: কেউ হলেন লাখপতি, কেউ বা কোটিপতি! শেয়ার বাজারে বুল রান নিল যে IPO গুলি
মুম্বইয়ের দালাল স্ট্রিট
Image Credit source: Getty Image

Follow Us

কলকাতা: এই বছরটা শেয়ার বাজারের ইতিহাসে একটু অন্যরকম। যতটা উত্থান, ততটাই পতন। গোটা বছর যেমন ফাটিয়ে ছুটেছে শেয়ার বাজারের বুল। তেমনই বছরের শেষ কয়েক মাসে রক্তবন্যাও বয়ে যেতে দেখেছে বিনিয়োগকারীরা।

IPO তে বিনিয়োগের জন্য ছিল এই বছরটা ছিল অন্যতম, এমনটাই বলছে শেয়ার বাজার বিশেষজ্ঞরা। আর বিশেষজ্ঞদের এহেন ধারণার ফলাফল যে হাতেনাতে পেয়েছে বিনিয়োগকারীরা, সেই নিয়েও কোনও সন্দেহ নেই। IPO তে বিনিয়োগ করে কেউ হয়েছে লাখপতি, কেউ আবার কোটিপতি। একনজরে এ বছর বাজার কাঁপাল যে সংস্থার IPO গুলি।

মমতা মেশিনারি

IPO বাজারে আসার সময় এই সংস্থার শেয়ারের দাম ছিল ২৪৩ টাকা। যা বছর শেষে ছুঁয়ে ফেলেছে ৬০০ টাকার গন্ডি। শতাংশের হিসাবে, মোট ১৫৯ শতাংশ বুল রান দেখা গিয়েছে এই স্টকে।

বিভোর স্টিল টিউব

২০০৩ সালে তৈরি এই পাইপ নির্মাণকারী সংস্থা, তাদের IPO বাজারে আনে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। ১৫১ টাকা প্রতি শেয়ার IPO নিলাম শুরু হয় যা শেষ হয় ৪৪৬ টাকা। এক লাফে কয়েকশো টাকার মুনাফা। শতাংশের হিসাবে ১৯৫ শতাংশ বৃদ্ধি দেখা যায় শেয়ারের দামে।

বাজাজ হাউসিং ফিনান্স লিমিটেড

চলতি বছরের সবচেয়ে বাজার কাঁপানো IPO এটি। সংখ্যার নিরিখে খুব উচ্চ রিটার্ন না দিলেও বাজারে আসার আগেই বেশ গুঞ্জন তৈরি করেছিল এই সংস্থার IPO। যার জেরে নিজের পোর্টফোলিওতে বাজাজ হাউসিংকে ঢোকানোর হিরিক তৈরি হয়েছিল বিনিয়োগকারীদের মধ্যে। সংখ্যার নিরিখে মোট ১৩৫ শতাংশ রিটার্ন দিয়েছিল বাজাজ হাউসিং ফিনান্স।

মোবিকুইক সিস্টেম লিমিটেড

এটি একটি অনলাইন ফিনান্স সিস্টেম কোম্পানি। মূলত অনলাইনে আর্থিক লেনদেনেই মুনাফা তৈরি করে ফিনটেক কোম্পানিদের তালিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে মোবিকুইক। ২০০৯ সালে তৈরি। চলতি বছরের শেষ মাসে অবশেষে নিজেদের IPO বাজারে আনে এই সংস্থা। বাজারে এসেই এখনও পর্যন্ত ৯০ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে এই শেয়ারের দামে।

Next Article