
নয়া দিল্লি: ওয়েটিং লিস্টের ভরসায় থেকেও টিকিট পেয়ে যাত্রা করতে অভ্যস্ত অনেক রেলযাত্রী। তবে নিয়ম প্রতিনিয়ত বদলাচ্ছে। কিছু ছোট ছোট নিয়মের পরিবর্তন, না জেনে থাকলে মুস্কিলে পড়তে হতে পারে। যেমন স্লিপার ক্লাস নিয়ে একটি নতুন নিয়ম জারি হয়েছে। ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে সার্কুলার।
এতদিন পর্যন্ত স্লিপার ক্লাসে টিকিট কেটে ওয়েটিং লিস্টে থাকলে, পরবর্তীতে সেই আসন ফার্স্ট ক্লাস এসি-তেও আপগ্রেড হয়ে যেত। অর্থাৎ ফার্স্ট ক্লাস এসি ক্লাসে আসন ফাঁকা থাকলে সেটাই দিয়ে দেওয়া হত সংশ্লিষ্ট যাত্রীকে। তবে এবার থেকে আর সেটা হবে না।
গত ১৩ মে এই বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে। সেখানে নতুন নিয়ম সম্পর্কে জানানো হয়েছে যে, যাত্রী যে ক্লাসের টিকিট কাটছেন, সেই ক্লাসে আসন ফাঁকা না থাকলে অন্য ক্লাসের আসনে আপগ্রেড হতে পারে, তবে তা আগের মতো নয়। মাত্র দুটো ক্লাস আপগ্রেড করা যেতে পারে।
তবে নতুন নিয়ম হচ্ছে আরও সহজ। এবার থেকে অন্য ক্লাসে আপগ্রেড করতে গেলে কোনও অতিরিক্ত খরচ করতে হবে না, আপনা-আপনি টিকিট আপগ্রেড হয়ে যাবে।
নতুন নিয়মে কীভাবে হবে টিকিটের আপগ্রেডেশন। 2S → 3E → 3A → 2A → 1A- এই অর্ডারে আপগ্রেডেশন হবে। অর্থাৎ 2S (সেকেন্ড সিটিং) ক্লাসের টিকিট কাটলে ওয়েটিং লিস্টে থাকাকালীন 3A (থার্ড এসি) পর্যন্ত আপগ্রেড করা হতে পারে। 3E-র টিকিট থাকলে 2A পর্যন্ত আপগ্রেড করা হতে পারে। সার্কুলারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র সেকেন্ড এসি(2A) -র টিকিট থাকলে তবেই তা ফার্স্ট এসি (1A)-তে আপগ্রেড করা হতে পারে।
IRCTC-র ওয়েবসাইটে টিকিট বুক করার সময় অটো আপগ্রেড নামে একটি অপশন থাকে। সেখানে ইয়েস বাটনে ক্লিক করলে ওই সুবিধা পাওয়া যেতে পারে।