
কম পয়সায় দারুণ ঘুরতে কে না চায়। কিন্তু দারুণ ঘুরতে চাইলে খরচটাও দারুণ হয়ে যায়। কিন্তু সঠিকভাবে প্ল্যান করা গেলে অনেক কম খরচেই নতুন কোনও জায়গায় ঘুরে আসা যায়। কিন্তু কীভাবে?
যদি আপনি বিদেশে বেড়াতে যেতে চান, সে ক্ষেত্রে প্লেনের টিকিট অনেকটা আগে কাটুন। প্লেনের টিকিটের ক্ষেত্রে ডায়নামিক ফেয়ার হয়। অর্থাৎ, যত বেশি আগে কাটবেন, ভাড়া ততই কম হবে। আর দেশের মধ্যে কোথাও গেলে, হাতে সময় থাকলে ট্রেনে যাওয়াই ভাল তাতে প্লেনের থেকেও খরচ অনেকটা কম হয়।
প্লেনে করে যাওয়ার ক্ষেত্রে লাগেজ যতটা পারবেন হালকা রাখুন। তাতে খরচ কম হবে। এ ছাড়াও কিছু স্ন্যাকস ও পুনর্ব্যবহার যোগ্য জলের বোতল ব্যবহার করতে পারেন। এতে খরচ আরও কমতে পারে। দামি হোটেল বুক না করে হোমস্টে, টুরিস্ট হস্টেল বা ডর্মেটরি বুকিং করতে পারেন। সেক্ষেত্রে খরচটা অনেকটা কমতে পারে।
ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচখরচা করলে ট্রাভেল রিওয়ার্ড ও লয়্যালিটি প্রোগ্রামের মাধ্যমে বেশ অনেকটা ক্যাশব্যাক পাওয়া যায়। ফলে, এমন কার্ড ব্যবহার করতে হবে যারা ট্রাভেল বুকিং, এয়ারলাইন বুকিংয়ে রিওয়ার্ড পয়েন্টস দেয়।
কোথাও ঘুরতে যাওয়ার জন্য অফ সিজনে যাওয়া সবচেয়ে ভাল। তাতে খরচ কম হবে। অফ সিজনে একাধিক অফার থাকে। ফলে অনেক সস্তায় বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া যায়।