Travelling Without Tickets: বিনা টিকিটে ট্রেনে চেপেছেন? শুধু জরিমানা নয়, পেতে হবে এই শাস্তিও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 15, 2023 | 7:09 AM

Indian Railways: যদি আপনি ই-টিকিট নিয়ে ভ্রমণ করেন, তবে সঙ্গে পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক। পরিচয়পত্র দেখাতে না পারলে, আপনাকে বিনা টিকিটের যাত্রী হিসাবেই গণ্য করা হবে এবং একই জরিমানা নেওয়া হবে।

Travelling Without Tickets: বিনা টিকিটে ট্রেনে চেপেছেন? শুধু জরিমানা নয়, পেতে হবে এই শাস্তিও
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: কম-বেশি আমরা সকলেই লোকাল বা দূরপাল্লার ট্রেনে যাতায়াত করেছি। ট্রেনে যাতায়াতের সময় অনেক সময়ই চোখে পড়ে নানা নিয়মের উল্লেখ। ট্রেন নোংরা করা বা লাইন পার করা থেকে শুরু করে বিনা টিকিটে ভ্রমণ, ট্রেনে সিগারেট বা মদ্যপান- সমস্ত কিছুর জন্যই কড়া নিয়ম রয়েছে। এই নিয়মগুলি ভাঙলে ফাইনও দিতে হয়। যদি আপনি এই ফাইন বা জরিমানা দিতে অস্বীকার করেন, তবে হাজতবাসও করতে হতে পারে। তাই জেলযাত্রা রুখতে এই নিয়মগুলি জেনে রাখুন-

বিনা টিকিটে ভ্রমণ-

যদি আপনি বিনা টিকিটে ভ্রমণ করতে গিয়ে ধরা পড়েন, তবে ন্যূনতম ২৫০ টাকা জরিমানা দিতে হয়। এরসঙ্গে আপনি কত কিলোমিটার যাত্রা করেছেন, সেই দূরত্ব অনুযায়ী টিকিটের দামও দিতে হবে। যদি আপনার কাছে টাকা না থাকে বা জরিমানা দিতে অস্বীকার করেন, তবে আপনাকে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের হাতে তুলে দেওয়া হবে এবং রেলওয়ে আইনের ১৩৭ ধারায় আটক করা হবে। ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হলে, তখন আপনাকে ১০০০ টাকা অবধি জরিমানা দিতে হবে।

যদি আপনি ই-টিকিট নিয়ে ভ্রমণ করেন, তবে সঙ্গে পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক। পরিচয়পত্র দেখাতে না পারলে, আপনাকে বিনা টিকিটের যাত্রী হিসাবেই গণ্য করা হবে এবং একই জরিমানা নেওয়া হবে।

যদি আপনি হাফ টিকিটে ভ্রমণ করেন বা সাধারণ টিকিটে প্রথম শ্রেণির কামরায় ওঠেন বা আপনার সঙ্গে থাকা সন্তানের টিকিট না থাকে, সেক্ষেত্রেও ন্যূনতম ২৫০ টাকা জরিমানা দিতে হবে।

Next Article