Tata News: তিন বছরেই তৈরি হবে শত-শত চাকরি! ত্রিপুরায় বড় চুক্তি সাক্ষর করল টাটা

Avra Chattopadhyay |

Mar 16, 2025 | 1:14 PM

Tata News: সে রাজ্যের আগরতলায় অবস্থিত শত বছর পুরনো 'পুষ্পবন্ত প্রাসাদ'কে সংস্করণের জন্য টাটা গোষ্ঠীর হাতে দায়িত্ব তুলে দিল মানিক সাহা-র প্রশাসন।

Tata News: তিন বছরেই তৈরি হবে শত-শত চাকরি! ত্রিপুরায় বড় চুক্তি সাক্ষর করল টাটা
প্রতীকী ছবি
Image Credit source: Getty Image

Follow Us

আগরতলা: আগামী তিন বছরের মধ্যে রাজ্য়ে তৈরি হবে ২০০-এর অধিক চাকরি। দোলের দিনে বড় দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। কিন্তু কোন ভিত্তিতে এমন দাবি তাঁর? জানা গিয়েছে, সে রাজ্য়ে নাকি আসছে টাটা। তবে হোটেল ব্যবসা খুলতে।

শুক্রবার ত্রিপুরার সরকারের সঙ্গে মউ (MoU) সাক্ষর করল টাটা গোষ্ঠীর আওতাধীন সংস্থা ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড। সে রাজ্যের আগরতলায় অবস্থিত শত বছর পুরনো ‘পুষ্পবন্ত প্রাসাদ’কে সংস্করণের জন্য টাটা গোষ্ঠীর হাতে দায়িত্ব তুলে দিল মানিক সাহা-র প্রশাসন।

এই প্রসঙ্গে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বললেন, ‘রাজ্যের জন্য এটা একটা ঐতিহাসিক দিন। হোলির দিনে এমন একটা চুক্তি সাক্ষর হল, যা গোটা রাজ্যেকে আগামী দিনে তার সুফল দেবে। এছাড়াও এই চুক্তির জন্য ২০০-র অধিক চাকরি তৈরি হতে চলেছে রাজ্যে।’

তবে ঠিক কোন উদ্দেশে ত্রিপুরার সঙ্গে মউ সাক্ষর করল টাটা গোষ্ঠী? জানা গিয়েছে, আগরতলার ওই প্রাসাদকে শুধু সংস্কারই নয়, পাঁচ তারা হোটেলেও পরিণত করতে চলেছে তারা। তাই খুশিতে গদগদ হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। আগামী তিন বছরের মধ্যে এই প্রাসাদকে সংস্কার করে তৈরি করা হবে পাঁচ তারা হোটেল। যার মোট খরচ পড়তে চলেছে ২৫০ কোটি টাকা।

পুষ্পবন্ত প্রাসাদ ইতিহাস

উল্লেখ্য, ১৯১৭ সালে মহারাজা বীরেন্দ্র কিশোর মানিক্য বাহাদুর এই প্রাসাদ তৈরি করেন। এককালে রবীন্দ্রনাথ ঠাকুরও ত্রিপুরা সফরে এসে এই প্রাসাদেই রাত্রিযাপন করেছিলেন। এমনকি, সেই সময় তাঁর জন্মদিনও পালন হয়েছিল এখানে। ত্রিপুরায় মাণিক্য সাম্রাজ্যের বলা চলে এটা অন্যতম চিহ্ন। যা আপাতত পাঁচ তারা হোটেলে রূপান্তর হতে চলেছে খুব শীঘ্রই।