
রাস্তায় হাজারো বাইকের মাঝে রয়্যাল এনফিল্ড বা ট্রায়াম্ফের কোনও বাইক যদি যায়, তার সাইলেন্সরের আওয়াজে একবার না একবার মানুষ সে দিকে তাকিয়ে দেখে। আর এই দুই সংস্থার ৩ লক্ষের মধ্যে রয়েছে দুটি দারুণ বাইক। Triumph Speed 400 ও Royal Enfield Guerrilla 450।
দুটো বাইকের ইঞ্জিনই ৪০০সিসির উপরে। দুটো বাইকেই রয়েছে ৬ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন ও লিক্যুইড কুলড ইঞ্জিন। গেরিলা ৪৫০ সর্বোচ্চ ৩৯.৪৭ হর্স পাওয়ার তৈরি করে। অন্যদিকে ট্রায়াম্ফ স্পিড ৪০০ সর্বোচ্চ ৩৯.৫ হর্স পাওয়ার প্রডিউস করে। গেরিলার সর্বোচ্চ টর্ক ৪০ নিউটন মিটার ও স্পিড ৪০০-এর সর্বোচ্চ টর্ক ৩৭.৫ নিউটন মিটার।
গেরিলায় রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। অন্যদিকে, স্পিড ৪০০-এ রয়েছে সেমি ডিজিটাল। দুই বাইকের সম্পর্কে কথা বলতে গিয়ে এক বিখ্যাত গাড়ি রিভিউকারী ওয়েবসাইট বলছে স্পিড ৪০০-এর স্পিড বাড়লে ভাইব্রেশনের একটু সমস্যা হতে পারে। এ ছাড়াও এই গাড়ির সঙ্গে টু-পিস টুল কিট দেওয়া হয় না।
অন্যদিকে, রয়্যাল এনফিল্ড গেরিলা ৪৫০-এর রিভিউ বলছে এই গাড়িতে লো এন্ড টর্ক কম রয়েছে। এ ছাড়াও এই বাইকের ইঞ্জিনে নাকি ভাইব্রেশন বেশ বোঝা যায়। দুই বাইকেরই মাইলের ২৮ থেকে ২৯ কিলোমিটারের মধ্যে। আর দুই বাইকেরই কলকাতায় অন রোড প্রাইস ৩ লক্ষ টাকার আশেপাশেই।