
ট্রায়াম্প স্পিড টি৪ আর রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০, নিজেদের সংস্থার সবচেয়ে সস্তা বাইকগুলোর মধ্য পড়ে। আর দুই বাইকের টার্গেট অডিয়েন্স প্রায় একই। ফলে, এই দুই বাইককে নিয়ে একটা তুলনামূলক আলোচনা করা যেতেই পারে।
সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী ট্রায়াম্প স্পিড টি৪-এর ৩৯৮ সিসির ইঞ্জিন ৩১ হর্সপাওয়ার ও ৩৬ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। অন্যদিকে, রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০-এ রয়েছে ৩৪৯ সিসির একটি ইঞ্জিন যা ২০.২ হর্সপাওয়ার ও ২৭ নিউটন মিটার টর্ক তৈরি করে।
দুই বাইকের মাইলেজ কত? বাস্তবে বলছে ট্রায়াম্প স্পিড টি৪ শহরের মধ্যে ১ লিটার পেট্রোলে ৩২ কিলোমিটারের বেশি চলে। আবার হাইওয়েতে সেটাই হয়ে যায় ৩৮ কিলোমিটারের বেশি। অন্যদিকে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ শহরে ১ লিটার পেট্রোলে চলে ৩০ কিলোমিটারের আশেপাশে। অন্যদিকে, হাইওয়েতে তা হয়ে দাঁড়ায় প্রায় ৪০ কিলোমিটার।
মাইলেজের ক্ষেত্রে দুই বাইকই উনিশ-বিশ। ট্রায়াম্প স্পিড টি৪ শহরের মধ্যে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০-এর তুলনায় সামান্য বেশি মাইলেজ দেয়। আর হাইওয়েতে ঠিক উল্টোটা ঘটে।
ট্রায়াম্প স্পিড টি৪-এর দাম শুরু হয় ১ লক্ষ ৯৯ হাজার টাকা থেকে যা ২ লক্ষ ৩ হাজার পর্যন্ত যেতে পারে। অন্যদিকে, রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০-এর দাম শুরু হয় ১ লক্ষ ৫০ হাজার টাকা থেকে। এই দাম সর্বোচ্চ ১ লক্ষ ৮২ হাজার টাকা পর্যন্ত হতে পারে। এ ছাড়া ট্রায়াম্পের বাইকটিতে ৬ স্পিড গিয়ার বক্স দেখা যায়। সেই জায়গায় রয়্যাল এনফিল্ড হান্টারে রয়েছে ৫ স্পিড গিয়ার বক্স। এ ছাড়া দুই বাইকে ১৩ লিটার করেই পেট্রোল ধরে। আর দুই বাইকেরই ওজন প্রায় ১৮০ কেজি।