কলকাতা: সম্প্রতি ইউটিউব স্ক্রল করার সময় আপনি হয়তো একজনের ভিডিও বারবার দেখতে পাচ্ছেন। সামনে আসছে বেশ কিছু কিছু অবাক করা ভিডিয়ো। এই চ্যানেলে থাকে বেশ কিছু তথ্যচিত্র মাথা ঘুরিয়ে দিতে পারে আপনার। হতে পারেন বিস্মৃত। চ্যানেলটির নাম রুহি চেনেট বাংলা। হু হু করে বাড়ছে সাবস্ক্রাইবারের সংখ্যা। বর্তমানে বাংলা চ্যানেলে খান দশেক ভিডিও থাকলেও সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৬ লক্ষ ছুঁইছুঁই। করে ফেলেছে তবে শুধু বাংলা নয়, হিন্দি ও ইংরাজিতেও রয়েছে এই চ্যানেল। যদিও অনেকেই রুহি সেনেট বলেও ডেকে থাকেন। ইতিমধ্যেই তিনি ভাইরাল হয়েছে দুই বাংলাতেই। কিন্তু, কে এই রুহি চেনেট(Youtuber Ruhi Chenet)? বর্তামানে তুর্কিশ ইউটিউবার (Youtuber) রুহি চেনেটের বিভিন্ন ভাষায় ১৬টি ইউটিউব চ্যানেল রয়েছে বলে জানা যাচ্ছে।
বিশ্বের বিভিন্ন রহস্যময় দেশ, রহস্যময় ঘটনা, রহস্যময় মানুষের কথাই তিনি তাঁর চ্যানেলে দেখান। তাঁর মাসিক আয় শুনলে চোখ কপালে উঠে যেতে পারে আপনার। সূত্রের খবর, ২০১২ সালের সেপ্টেম্বরের ১৯ তারিখে এই রুহি তাঁর প্রথম ইউটিউব চ্যানেল খোলেন। যার নাম ছিল রুহি চেনেট মিডিয়া। প্রথমে তিনি মূলত ট্রাভেল ও সিনেম্যাটিক বিভিন্ন বানাতেন। বর্তমানে তিনি বিভিন্ন দেশে যান সেই দেশগুলির বর্তমান পরিস্থিতি ও রহস্যময় কিছু ঘটনা তিনি তাঁর চ্যানেলে ফিচার করেন। বিশ্বের সবথেকে গরিব দেশের অবস্থা থেকে বিশ্বের সবথেকে দীর্ঘতম মানুষের সঙ্গে সাক্ষাৎ, সবই পাবেন তাঁর চ্যানেলে।
বর্তমানে তাঁর প্রধান তুর্কিশ চ্যানেলটির সাবস্ক্রাইবার ৭ মিলিয়নের কাছাকাছি। এই চ্যানেলটি ছাড়া বাকি চ্যানেগুলিতে তিনি মূলত ডাবিং করা ভিডিও আপলোড করেন। হিন্দি, বাংলা, ইংরাজি ছাড়াও পর্তুগিজ, ইতালিয়ানো, এসপ্যানল, উর্দু, ইন্দোনেশিয়ান, চাইনিজ-সহ একাধিক ভাষায় তাঁর চ্যানেল রয়েছে। সূত্রের খবর, তাঁর মূল চ্যানেল থেকেই রুহির মাসিক আয় প্রায় ১২ লক্ষ টাকা। সঙ্গে রয়েছে বাকি চ্যানেলগুলির আয়।