AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Twitter Deal : আইনি লড়াইয়ের মাঝেই ইলনের টুইটার চুক্তিতে অনুমোদন শেয়ারহোল্ডারদের, তবে মন ফিরবে টেসলা কর্তার?

Twitter Deal : ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কিনে নেওয়ার চুক্তিতে অনুমোদন দিল সংস্থার শেয়ারহোল্ডাররা। তবে এই চুক্তি থেকে অনেকদিন আগেই মুখ ফিরিয়েছেন টেসলা কর্তা ইলন মাস্ক।

Twitter Deal : আইনি লড়াইয়ের মাঝেই ইলনের টুইটার চুক্তিতে অনুমোদন শেয়ারহোল্ডারদের, তবে মন ফিরবে টেসলা কর্তার?
ফাইল ছবি
| Edited By: | Updated on: Sep 14, 2022 | 6:16 AM
Share

স্যান ফ্রান্সিসকো : ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কেনার প্রস্তাব দিয়েছিলেন টেসলা কর্তা ইলন মাস্ক। কিন্তু তারপর সেই চুক্তি থেকে মুখও ফিরিয়ছিলেন তিনি। আপাতত এই নিয়ে আইনি লড়াই চলছে। এর মাঝেই ইলন মাস্কের ‘বাই আউট’ চুক্তিতে অনুমোদন দিল টুইটারের শেয়ার হোল্ডাররা। মঙ্গলবার টুইটারের তরফে, জানানো হয়েছে ইলনের এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন বেশিরভাগ শেয়ার হোল্ডাররা।

শেয়ারহোল্ডারদের অনলাইন বৈঠকে ইলন মাস্কের বাউআউট প্রস্তাবটি উত্থাপন করা হয়। এই বিষয়ে সেখানে ভোটাভুটি হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই সব ভোট পড়ে যায়। ফলাফলে দেখা যায়, বেশিরভাগ ভোটই পড়েছে ইলনের প্রস্তাবের পক্ষে। এদিকে উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই টুইটারের সঙ্গে এই চুক্তি বাতিলের চেষ্টা করে যাচ্ছেন টেসলা কর্তা। বর্তমানে টুইটার কেনার এই চুক্তি আদালতেও উঠেছে। এর আগে টুইটারের সিইও ইলনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনেছিলেন। সেই সময় মাস্ক পাল্টা অভিযোগ করেছিলেন, এই চুক্তির সময় সংস্থার তরফে তাঁকে সংস্থার বিষয়ে কিছু বিভ্রান্তিকর তথ্য় দেওয়া হয়েছিল। চুক্তি ভাঙার কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, টুইটারে জাল বা স্প্যাম অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করার আবেদন করেছিলেন ইলন মাস্ক। কিন্তু এই সেই বিষয়ে টুইটার কোনও মন্তব্য করেনি। সেই কারণেই এই চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিলেন বলে তিনি দাবি করেন। তিনি স্পষ্টভাবে জানিয়েও দিয়েছিলেন স্প্যাম অ্যাকাউন্টের নিষ্পত্তি না হলে তিনি এই চুক্তি করবেন না। এইসব অভিযোগ তুলে টুইটার কিনে নেওয়ার চুক্তি থেকে সরে আসেন টেসলা কর্তা।

কিন্তু এই চুক্তি বাতিল করার জন্য ইলনের বিরুদ্ধে মামলা দায়ের করে টুইটার। আদালতের টুইটারের তরফে আবেদন জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী লেনদেন সম্পূর্ণ করুক মাস্ক। উল্লেখ্য, গত এপ্রিল মাসেই ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কেনার প্রস্তাব দিয়েছিলেন। ভারতীয় মুদ্রায় পরিমাণ ৩৩ হাজার ৬৭২ কোটি টাকা। কিন্তু তারপর পিছিয়েও এলেন। এইবার শেয়ারহোল্ডারদের ভোটে তিনি ফের চুক্তি সফল করার কথা ভাবেন কি না তাই দেখার।