Twitter: টুইটারের নতুন সংস্করণ, এবার মিলবে অফিশিয়াল লেবেল, কারা পাবেন এই ব্যাজ?

Twitter Official Lebel: টুইটারের নতুন যে ব্লু টিক বা অ্যাকাউন্ট ভেরিফিকেশনের নিয়ম আনা হয়েছে, তারই অন্তর্ভুক্ত হবে এই অফিশিয়াল লেবেল।

Twitter: টুইটারের নতুন সংস্করণ, এবার মিলবে অফিশিয়াল লেবেল, কারা পাবেন এই ব্যাজ?
প্রতীকী ছবি।

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 10, 2022 | 8:30 AM

সান ফ্রান্সিসকো: একের পর এক ঘোষণা, পরিবর্তন। টুইটারের (Twitter) মালিকানা হাত বদলের পর থেকেই একের পর এক বড় পরিবর্তন আসছে মাইক্রো ব্লগিং সাইটে। একদিকে যেমন ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করা হয়েছে, তেমনই আবার একাধিক নতুন নিয়ম ও পরিষেবার কথাও ঘোষণা করা হয়েছে। গত সপ্তাহেই টুইটারের কর্ণধার ইলন মাস্ক (Elon Musk) জানিয়েছিলেন, বিনামূল্য টুইটার ব্যবহারের দিন শেষ। টুইটারের ব্লু টিক বা অথেনটিকেশনের জন্য এবার থেকে মাসিক একটা নির্দিষ্ট টাকা দিতে হবে। এবার সেই ব্লু টিক (Blue Tick) নিয়েই নতুন তথ্য জানালেন এগজেকিউটিভ এস্টার ক্রফোর্ড।

মঙ্গলবার টুইটারের প্রোডাক্ট এগজেকিউটিভ এস্টার ক্রফোর্ড জানান, টুইটারের তরফে অফিশিয়াল লেবেল প্রকাশ করা হবে। নির্দিষ্ট কিছু ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্যই এই অফিশিয়াল লেবেল ব্যবহার করা হবে। বড় বড় সংবাদমাধ্যম ও সরকারি প্রতিষ্ঠানের টুইটার অ্যাকাউন্টগুলিকে এই অফিশিয়াল লেবেল দেওয়া হবে। সাধারণ কোনও মানুষ এই অফিশিয়াল লেবেল পাবে না।

জানা গিয়েছে, টুইটারের নতুন যে ব্লু টিক বা অ্যাকাউন্ট ভেরিফিকেশনের নিয়ম আনা হয়েছে, তারই অন্তর্ভুক্ত হবে এই অফিশিয়াল লেবেল। প্রতি মাসে ৮ ডলারের বিনিময়ে এই ব্লু টিক পরিষেবা গ্রহণ করতে হবে টুইটার ব্যবহারকারীদের। যারা এই টাকা দেবেন না, তাদের অ্যাকাউন্ট ভেরিফায়েডের তকমা খোয়াবে।

ক্রফোর্ড টুইট করে জানিয়েছেন, টুইটারের সমস্ত ভেরিফায়েড অ্যাকাউন্টই অফিশিয়াল লেবেল পাবে না। চাইলেই কোনও ব্যবহারকারী এই লেবেল বা তকমা কিনতেও পারবে না। নির্দিষ্ট কিছু ভেরিফায়েড অ্যাকাউন্ট, যেমন সরকারি অ্যাকাউন্ট, বাণিজ্যিক সংস্থা, বড় বড় সংবাদ সংস্থা, সংবাদ মাধ্য়ম ও নির্দিষ্ট কিছু বিশিষ্টজনদেরই এই অফিশিয়াল লেবেল দেওয়া হবে।

জানা গিয়েছে, নতুন টুইটার ব্লু-তে আইডি ভেরিফিকেশনের কোনও বিষয় থাকবে না। এটা ‘অপ্ট-ইন’ অপশন হবে। যারা মাসিক টাকা দেবেন, তারাই ব্লু টিক পাবেন। এছাড়া বেশ কিছু নতুন ফিচার্সেরও সুবিধা পাবেন ব্যবহারকারীরা।  এরমধ্যে দীর্ঘ ভিডিয়ো আপলোড, ভিডিয়োর জন্য ভিউয়ার্সদের থেকে টাকা নেওয়ার মতো পরিষেবা পাওয়া যাবে।