বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য নথি হল আধার কার্ড। তাই সবসময় আধার কার্ড আপডেটেড রাখা বাঞ্ছনীয়। আর এবার জনগণের জন্য এই সম্পর্কিত রইল বড় আপডেট। এখন আধার আপডেট করতে লাগবে না আর কোনও ফি। বিনামূল্যেই ঘরে বসে আধারের তথ্য আপডেট করতে পারবেন নাগরিকরা। সম্প্রতি এই ঘোষণা করা হয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার তরফে।
কী জানিয়েছে আধার কর্তৃপক্ষ?
ডিজিটাল ইন্ডিয়ার প্রচারের অধীনে বিনামূল্যে আধার আপডেট পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে UIDAI। এর ফলে উপকৃত হবেন লক্ষাধিক মানুষ। My Aadhaar পোর্টালে গিয়ে নিখরচায় আধারের তথ্য আপডেট করতে পারবেন সবাই। তবে কেবলমাত্র তিনমাসের জন্যই এই বিনামূল্যে পরিষেবা উপলব্ধ রয়েছে। ২০২৩ সালের ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত এই পরিষেবা চালু রয়েছে। তবে কেবলমাত্র অনলাইন আপডেটের ক্ষেত্রেই মিলবে এই সুবিধা। আধার কেন্দ্রে গিয়ে আপডেট করতে হলে ৫০ টাকা খরচ করতেই হবে নাগরিকদের।
১০ বছর পুরনো আধার কার্ড আপডেট করা উচিত:
আপনার আধার কার্ড ১০ বছর পুরনো হয়ে গিয়েছে? তাহলে আধার কার্ডের তথ্য, বিবরণ পুনরায় আপডেট করে নেওয়ার পরামর্শ দিচ্ছে UIDAI। এই সংস্থার তরফে টুইটে জানানো হয়েছে, অনলাইনেই আধার কার্ডে নাম, জন্মের তারিখ, ঠিকানা ও অন্যান্য বিষয়গুলি অনলাইন আপডেট পরিষেবা ব্যবহার করে পরিবর্তন করতে পারেন। সেখানে কোনও টাকা দিতে হবে না তাঁদের।
অনলাইনে কীভাবে আপডেট করবেন আধার?