
অনেকদিন আগে কোনও ফিক্সড ডিপোজিট করেছিলেন? তারপর ভুলে গিয়েছে? বা আপনার পুরনো কোনও সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, যেখানে অনেক বছর কোনও লেনদেন হয়নি? আর এমন হওয়ার ফলে, আপনি সেই টাকা এখন আর তুলতে পারছেন না। কী মনে হচ্ছে, ওই টাকা আর পাবেন না আপনি? না আসলে এই বিষয়টা নিয়ে সাধারণ মানুষের মনে রয়েছে একটি ভুল ধারণা। টাকা এই ভাবে আটকে গেলে তা চলে যায় রিজার্ভ ব্যাঙ্কের কাছে। আর অনেকেই মনে করেন, এমন হলে টাকা হয়তো আর ফেরে না।
২০১৪ সালের ২৪ মে রিজার্ভ ব্যাঙ্ক একটি বিশেষ তহবিল চালু করে। সেই তহবিলের নামে DEAF বা ডিপোজিটর এডুকেশন অ্যাওয়ারনেস ফান্ড। কোনও সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট টানা ১০ বছর ব্যবহার করা না হয়, তাহলে সেই ব্যালেন্স ডিপোজিটর এডুকেশন অ্যাওয়ারনেস ফান্ডে স্থানান্তরিত করা হয়। তবে এর বাইরেও ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, এমনকী কিছু লোন অ্যাকাউন্টের মার্জিন মানিও এই তহবিলে আসে।
টাকা রিজার্ভ ব্যাঙ্কের কাছে চলে গেলে, তা আর ফেরে না, এমন একেবারেই নয়। দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের নির্দেশিকা স্পষ্ট জানায়, ওই টাকা যে আপনার তা দাবি করার সম্পূর্ণ সুযোগ ও অধিকার রয়েছে আপনার। ফলে, আপনার টাকা ডিপোজিটর এডুকেশন অ্যাওয়ারনেস ফান্ডে চলে গেলেও চিন্তার কোনও কারণ নেই। আমানতকারী হিসাবে সেই টাকা ফেরতের দাবি আপনি জানাতে পারেন।
ডিপোজিটর এডুকেশন অ্যাওয়ারনেস ফান্ডে এমন অনেক দাবিহীন অর্থ এসে জমা হয়। ফলে, বিশেষজ্ঞরা বলেন কোনও অর্থ যদি একবার চলে গিয়ে থাকে, তাহলে সত তাড়াতাড়ি সম্ভব ওই টাকা ফিরিয়ে নিয়ে আসার কথা। এ ছাড়াও যে যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট অনেকদিন অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে, সেই সব অ্যাকাউন্ট একবার ভাল করে চেক করে দেখুন। বলা তো যায় না, আপনার টাকা ওই ভাবে হয়তো চলে গিয়েছে ডিপোজিটর এডুকেশন অ্যাওয়ারনেস ফান্ডে।