UPI: ভারতীয়রা ইউপিআইয়ের মাধ্যমে সবচেয়ে বেশি খরচ করে কোথায় জানেন?

Unified Payment Interface: ২০২৫ সালের জুলাই মাসের তথ্য বলছে ১ হাজার ৯০০ কোটির বেশি লেনদেন হয়েছে জুলাইয়ে। কিন্তু ভারতের সাধারণ মানুষ সবচেয়ে বেশি ইউপিআই পেমেন্ট করেন কোথায় জানেন কি?

UPI: ভারতীয়রা ইউপিআইয়ের মাধ্যমে সবচেয়ে বেশি খরচ করে কোথায় জানেন?
Image Credit source: Avishek Das/SOPA Images/LightRocket via Getty Images

Aug 14, 2025 | 1:47 PM

কেন্দ্র সরকারের ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের ভিত্তি প্রস্তর বলা যায় ইউপিআই বা ইউনিফায়েড পেমেন্ট সিস্টেমকে। ইউপিআইয়ের মতো সহজ, দ্রুততর ডিজিটাল পেমেন্ট সিস্টেম গোটা পৃথিবীতে আর নেই। আজকের দিনে, আমদা চা খেয়ে চায়ের দোকান থেকে কোনও রেস্তোরাঁয় খেয়ে সেখানে বিল দেওয়ার জন্য ইউপিআই ব্যবহার করি। এমনকি কোনও কারণে ইউপিআই না হলে বরং অস্বস্তিতে পড়েন সাধারণ মানুষ। কিন্তু ভারতের সাধারণ মানুষ সবচেয়ে বেশি ইউপিআই পেমেন্ট করেন কোথায় জানেন কি?

২০২৫ সালের জুলাই মাসের তথ্য বলছে ১ হাজার ৯০০ কোটির বেশি লেনদেন হয়েছে ওই মাসে। আর এখানে ২৫ লক্ষ কোটি টাকার বেশি লেনদেন করা হয়েছে। এই মাসেই ৩০০ কোটির বেশি লেনদেন করা হয়েছে শুধুমাত্র মুদি দোকান ও বিভিন্ন সুপার মার্কেটে। যা সংখ্যার বিচারে জুলাই মাসের সর্বোচ্চ। এই লেনদেনের অর্থমূল্য ৬৪ হাজার ৮৮১ কোটি টাকারও বেশি। যদিও লেনদের অর্থমূল্যের বিচারে বিভিন্ন ঋণ প্রদানকারী সংস্থা সবচেয়ে বেশি অর্থ আমদানি করেছে ইউপিআই মাধ্যমে। তারা প্রায় ৯৩ হাজার ৮৫৭ কোটি টাকা বাজার থেকে তুলেছে ১৬ কোটি লেনদেনের মাধ্যমে।

এর বাইরে একাধিক সেক্টরে ইউপিআইয়ের মাধ্যমে খরচ করার প্রবণতা বেড়েছে। ডিজিটাল সোনা কেনার পরিমাণ বেড়েছে আগের তুলনায়। এ ছাড়াও বেড়েছে ই-কমার্স ও ট্রেনের টিকিট কাটার প্রবণতাও।